Faculties and Departments > Departments

অজানা কারনে তীব্র জ্বর

(1/2) > >>

Jeta Majumder:
অনেক সময় কিছু রোগীকে দীর্ঘ মেয়াদি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে দেখা যায় যার সঠিক কারন জানা যায়না এবং অনেক অষুধ খাবার পরেও নিরাময়ের কোনো লক্ষন দেখা যায়না। এমন একটি জ্বরই পি,ইউ,ও বা Pyrexia of Unknown Origin. সাধারনত এই জ্বর তিন সপ্তাহের বেশী স্থায়ী হয় এবং রোগীর তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশী থাকে।

টিবি, ম্যালেরিয়া, কালাজর, লিভারের ফোড়া, হৃদপিন্ডের ইনফ্লামেশন (Endocarditis), কিছু ক্যান্সার জাতীয় রোগ, এসএলই(SLE), পিএএন(PAN), গ্রানুলোমেটাস ডিজিজ (Granulomatous disease), শিরার ইনফ্লামেশন (Thromboflebitis) সহ নানা কারনে পিইউও হতে পারে।

এ ধরনের রোগীকে জ্বরের কারন নির্নয়ের জন্য বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, প্রস্রাব, সিরাম, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, লিভার ও বোন মেরো বায়োপসি সহ নানাবিধ পরীক্ষা করানোর প্রয়োজন হতে পারে। PUO এর নিরাময় সম্ভব। অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি থেকে এ রোগের চিকিৎসা করানো উচিত।

kwnafi:
Excellent post

utpalruet:
informative indeed

Kazi Taufiqur Rahman:
Nice post. Thanks for sharing.

Arif:
Thanks for the post...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version