IT Help Desk > News and Product Information
লিফটের গতি ঘণ্টায় ৪৫ মাইল
(1/1)
rumman:
বিজ্ঞানের কল্পকাহিনী কেবল কল্পকাহিনী থাকছে না। একটু একটু করে সত্যি হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মিনিট ফুরোনোর আগেই সুউচ্চ ভবনের শীর্ষে পৌঁছানোর ব্যবস্থা করতে চলেছেন প্রযুক্তিবিদরা।
জাপানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিটাচি তৈরি করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির লিফট। ঘণ্টায় এর গতি হবে ৪৫ মাইল। ২০১৬ সালের মধ্যেই চীনে নির্মিতব্য গোয়াংঝু সিটিএফ ফিনান্স সেন্টার ভবনে স্থাপন ও ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই লিফট। এতে চড়ে নিচতলা থেকে ৯৫তম তলা পর্যন্ত ৪৪০ মিটার উচ্চতায় পৌঁছতে মাত্র ৪৩ সেকেন্ড সময় লাগবে। সেই হিসাবে ১০০ তলা পাড়ি দিতে লাগবে মাত্র সাড়ে ৪৫ সেকেন্ড।
চীনের ওই ভবনটির উচ্চতা হবে ৫৩০ মিটার। ভবনে সবচেয়ে দ্রুতগতির ৯৫টি লিফট স্থাপন করা হবে। এর মধ্যে ২৮টি হবে ডাবল ডেকার। নির্মাতারা জানিয়েছে, লিফটগুলো হবে নিরাপদ ও আরামদায়ক। ওপরে ওঠার সময় পরিবর্তিত বায়ুচাপের সঙ্গে সংগতি রেখে লিফটের ভেতরের বায়ুচাপ নিয়ন্ত্রণ করা এবং গতিজনিত বিভিন্ন দুর্ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে। হিটাচির এই ঘোষণার আগ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির লিফটের মর্যাদায় ছিল তাইওয়ানের তাইপেই ১০১ নামের ভবনটির লিফট। ওই লিফটের গতি ঘণ্টায় ৩৭.৬ মাইল। সূত্র : টেলিগ্রাফ।
Nusrat Nargis:
Nice post. Thanks.
taslima:
good post thanks
Navigation
[0] Message Index
Go to full version