IT Help Desk > News and Product Information

ছাতায় আবহাওয়ার পূর্বাভাস

(1/1)

rumman:
আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য আছে আবহাওয়া স্টেশন। পূর্বাভাস পাওয়ার জন্য তথ্য সংগ্রহের প্রয়োজনে আছে রাডার ও কৃত্রিম উপগ্রহ। কিন্তু যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী ক্রিস কিডের মতে, প্রয়োজনের তুলনায় সেগুলোর সংখ্যা খুবই কম। এর বিপরীতে ব্যাপক হারে তথ্য সংগ্রহের একটি সহজ উপায় হিসেবে একজন বিজ্ঞানী বেছে নিয়েছেন জনতাকে। পদ্ধতিটি কাজে লাগবে বৃষ্টির ক্ষেত্রে।
নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজির বিশেষজ্ঞ রল্ফ হাট এ পদ্ধতির উদ্ভাবক। তিনি তৈরি করেছেন ‘স্মার্ট ছাতা’। ছাতায় থাকবে সেন্সর। ছাতার ওপর বৃষ্টি পড়লে যে কম্পন তৈরি হয়, সেই কম্পনসংক্রান্ত তথ্য সেন্সর থেকে ব্লুটুথের মাধ্যমে প্রথমে পৌঁছবে ফোনে। সেখান থেকে পৌঁছে যাবে অভীষ্ট কম্পিউটারে। এভাবে অনেক ছাতার মাধ্যমে সংগৃহীত তথ্য থেকে বৃষ্টি পরিমাপ করে পূর্বাভাস দেওয়া হবে, বৃষ্টির ফলে পরবর্তী অবস্থা কেমন দাঁড়াবে। অতি বৃষ্টিজনিত বন্যার আগাম তথ্যও পাওয়া যেতে পারে এখান থেকে। তবে পুরো পদ্ধতিটিই এখনো রয়েছে প্রাথমিক পর্যায়ে। উদ্ভাবক অবশ্য পরীক্ষাগারে এমনকি নিজ বাড়ির আঙিনায় পদ্ধতিটি প্রয়োগ করে আশাপ্রদ ফল পেয়েছেন। এখন ব্যাপক পরিসরে এটি প্রয়োগের অপেক্ষা। সূত্র : বিবিসি।

Nusrat Nargis:
Nice post.

Navigation

[0] Message Index

Go to full version