Faculty of Allied Health Sciences > Public Health

মায়ের দুধে অ্যাজমার ঝুঁকি কমে

(1/1)

rumman:
মায়ের দুধ শিশুদের অ্যাজমা থেকে সুরক্ষা দেয়। নতুন বড় ধরনের এক গবেষণা থেকে জানা গেছে এ তথ্য। গত ৩০ বছরের ১১৭টি বিজ্ঞান গবেষণাপত্রের তথ্য সমন্বয় করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। এ প্রক্রিয়ায় প্রায় আড়াই লাখ শিশু অংশ নেয়। এই গবেষণায় দেখা যায়, তিন বছরের কম বয়সী শিশুরা নিয়মিত মায়ের দুধ খেলে তাদের অ্যাজমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৭ শতাংশ কমে যায়। সাত বা তদূর্ধ্ব শিশুদের ঝুঁকি কমে ১৭ শতাংশ। সমীক্ষাগুলোর মধ্যে ৬২টিতে বলা হয়েছে, মায়ের দুধ এ ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। ৪৩টিতে মন্তব্য করা হয়, অ্যাজমার ক্ষেত্রে মায়ের দুধের কোনো ভূমিকা নেই। চারটিতে বলা হয়, মায়ের দুধই অ্যাজমার কারণ। আটটিতে বলা হয়, এ ক্ষেত্রে অন্য বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। ব্রিটেনের সাফোক বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মায়ের দুধ অ্যাজমা প্রতিরোধে সহায়তা করে। বিশেষ করে দুই বছর বয়স পর্যন্ত। প্রতিবেদনটি আমেরিকান জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশ করা হয়। যেসব শিশু মায়ের দুধ খায়নি তাদের শ্বাসযন্ত্র ঝুঁকির মধ্যে থাকে। প্রতিবেদনে বলা হয়, এ কারণেই নবজাতক ও শিশুরা অ্যাজমায় আক্রান্ত হতে পারে। ২০১১-১২ সালের হিসাব অনুসারে ব্রিটেনে প্রতি ১১টি শিশুর মধ্যে একটি অ্যাজমায় আক্রান্ত। সূত্র : ডেইলি মেইল।

Nusrat Nargis:
thanks for sharing.

Navigation

[0] Message Index

Go to full version