General Category > Common Forum
দেশে বিদেশে কল করুন ফ্রিতে-FREE CALL WHOLE WORLD
BRE SALAM SONY:
[দুঃখজনক ভাবে এই পোষ্ট এখন শুধুই একটি শবদেহ! ফ্রি কল এখন আর করা যাচ্ছে না তবে টকির সার্ভিস ব্যবহার করে কম খরচে বিদেশে কথা বলতে পারবেন]
ব্লগে অনেককেই ফ্রি এস.এম.এস নিয়ে পোষ্ট করতে দেখেছি কিন্তু কেউ কোন ফ্রি কল করার সমাধান দেননি। তো আসুন, আজকে আমরা সবাই কল করি ফ্রিতে।
সমস্যা হল, কল সীমিত। আমি এই সাইটটির ঠিকানা পেয়েছিলাম প্রায় ৬ মাস আগে। আজকে হঠাৎ মনে পড়ায় সবার সাথে শেয়ার করছি। কিভাবে করবেন?
.
.
.
.
প্রথমে এখানে ক্লিক করুন। নিচের মত পেইজটি আসলে আপনার নাম ও ফোন নাম্বার লিখে রেজিস্টার করুন। ফোন নাম্বারের আগে + দিবেন না তবে ৮৮ লিখতে হবে।
নিশ্চয়ই আপনার ফোনে ৪ ডিজিটের একটি কোড পেয়ে গেছেন। লগিন পেইজে গিয়ে ফোন ও ৪ ডিজিটের নাম্বারটি লিখে লগিন করুন।
২৫ ক্রেডিট কি পেয়েছেন? তাহলে কল করা শুরু করেন। (৬ মাস আগে দিত ১০০ ক্রেডিট :( :( :( )
নিউ কলে গিয়ে নিউ নাম্বারে ক্লিক করে নাম ও নাম্বার লিখে কল করুন। (নাম অপশনাল)। আপনার ফোনে অজানা বা ইউ.কে. এর নাম্বার থেকে একটা কল আসবে। রিসিভ করলে অপর প্রান্তের ডায়াল টোন শুনতে পারবেন।
দেশি নাম্বারে কথা বলতে পারবেন ৪ মিনিট। ইউ.এস.এ হলে ৫ মিনিট। আর একাধিক সিম থাকলে তো...........
শুরু করুন তাহলে:):):)
BRE SALAM SONY:
আমরা sms এর গুরুত্ব নিশচই বুঝি, ইমেইল কবে না কবে পড়বে তবে জানবে খবর। প্রবাসী যাদের আপনার প্রায়ই প্রয়োজন হয় তাদের গুগল থেকে ম্যাসেজ দিতে পারেন, তবে সমস্যা হল প্রতি জনের জন্য আলাদা ইমেইল একাউনট লাগবে এবং ম্যাসেজ পাবে ১০-৩০ মিনিট পরে, এবং বড় ঝামেলা হল তার মোবাইল কোমপানিটি গুগলে সাথে চুকতি বদ্ধ কিনা। বাংলাদেশে একটেল ছাড়া আর কেউ এই সুবিধা দেয় না। তবে বিদেশের বেশীর ভাগই এই সুবিধা দেয়। একটু কুটকৌশলে গুগলের ক্যালেন্ডার সার্ভসকে এই sms এর বাহক তৈরী করে নিয়েছি আমি।
পদ্ধতি:
১. যাকে পাঠাতে চান তার মোবাইল নং টা গুগলের ক্যালেন্ডার সার্ভিস সাপোর্ট করে কিনা গুগলের ক্যালেনডার সেটিংস/হেলপ থেকে জেনে নিন।
২. তার নামে একটি gmail account খুলুন এর সাথে সাথে আপনি গুগলের ক্যালেনডার সার্ভিস পাবেন ফ্রি.
৩. ক্যালেনডার সেটিংস থেকে মোবাইলকে আইডেনটিফাই ও সার্ভিস একটিভ করার জন্য একটি কোড আপনার কাংখিত জনের কাছে যাবে, তাকে ইমেইলে বা অন্য কোন উপায়ে গুগল থেকে পাওয়া কোড নম্বরটি আপনাকে পাঠাতে বলুন এবং কোডটি পাওয়ার পর মোবাইল ভেরিফিকেশন সেকশনে নির্দিষট ঘরটিতে নম্বরটি বসিয়ে সেভ করুন।
৪. ক্যালেনডারের রিমাইনডার দেয়ার সেটিংস গুলো ঠিক করুন এখানে ৫ মিনিট আগে রিমাইনড দেয়ার ও সুযোগ আছে জরুরী হলে তাই সেট করুন, দিন তারিখ সময় ঠিক করে, ম্যাসেজ অংশে আপনার বকতব্য উল্লেখ করে সেভ করুন ব্যাস হয়ে গেল।
৫. পরবর্তিতে যখনই তাকে ম্যাসেজ দেয়া প্রয়োজন হবে তার জন্য খোলা আপনার সেই জিমেইল একাউন্টে লগইন করে তার ক্যালেনডার সার্ভিস এ চলে যান এবং ম্যাসেজ পাঠাতে থাকুন।
একটু ঝামেলা থাকলে ও ফ্রি এসএমএস এর চার্জ/ ফ্রি টাইম/ ক্রেডিট ইত্যাদির ঝামেলা নাই। যেহেতু রিমাইনডার সার্ভিস নিয়মিত কাউকে ম্যাসেজ দিতে চাইলে এর বিকল্প নেই, এক ম্যাসেজ সে যতবার খুশি পাঠাবে। ভাল থাকুন।
BRE SALAM SONY:
ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছুদিন পরে এগুলো থেকে আর ঠিকমত এসএমএস করা যায় না। এসব সাইটগুলোর মধ্যে টক এসএমএস অন্যতম। এখান থেকে দিনে একটি ফ্রি এসএমএস করা যায়। বাংলাদেশের গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সমর্থন করে।
প্রথমে www.talksms.com গিয়ে মোবাইল নম্বর (দেশের কোড +৮৮ সহ) দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে, তাহলে মোবাইলে একটি এ্যকটিভিশন কোড আসবে যা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগইন করে Send SMS ট্যাবে গিয়ে ১৬০ অক্ষরের এসএমএস পাঠাতে পারেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে আপনার রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বর দেখাবে। আর এসএমএস এর নিচে ওয়েবসাইটের ঠিকানাও থাকবে।
এই সাইটে SMS Log এ প্রেরিত এসএমএস সংরক্ষিত থাকে তাছাড়া Contacts এ মোবাইল নম্বর সংরক্ষন করে রাখা যায়।
BRE SALAM SONY:
ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করা যায় এটা আমরা জানি। এমনভাবে ইন্টারনেট বিনামূল্যে কল করা যায় বিশ্বের যেকোন মোবাইলে বা ফোনে। এজন্য www.tokiva.com সাইটে রেজিষ্ট্রেশন করুন তাহলে আপনার মেইলে একাউন্ট একটিভেশন মেইল আসবে। এখন ইমেইল খুলে একাউন্ট একটিভ করুন এবং টকিভা সাইটে লগইন করুন। এরপরে আপনার নাম এবং পরবর্তীতে দেশ ও মোবাইল নম্বর লিখুন। তাহলে From অংশে সয়ংক্রিয়ভাবে আপনার মোবাইল নম্বর চলে আসবে। এবার আপনি যে নম্বরে কল করতে চান To তে সেই নম্বর (দেশের কোড সহ) লিখে ডায়াল বাটনে ক্লিক করুন, তাহলে আপনার মোবাইল নম্বরে কল আসবে এবং যে নম্বরে কল করতে চান সেই নম্বরে কল যাবে। কলটির সংযোগ স্থাপন হলে উক্ত মোবাইলে ৩ মিনিট কথা বলতে পারবেন। এটি মূলত ট্রাইল কল যা একটি একাউন্ট (একটি নম্বর) থেকে একবারই করা যাবে।
Sorry, This service is now unavailable for Bangladesh…
BRE SALAM SONY:
ইন্টারনেট থেকে বিনামূল্যে কল এবং এসএমএস করার অনেক ওয়েব সাইট আছে। এমনই এক ওয়েব সাইট হচ্ছে www.dcalling.com। এখান থেকে বিনামূল্যে এসএমএস এবং কল করা যায়। এজন্য register for free থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিন। তাহলে আপনার মেইলে একটি একটিভিশন লিংক আসবে। এবার উক্ত লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন এবং লগইন করুন। ভাষাগত সমস্যা হলে উপরের ড্রপডাউন থেকে ইংরেজী ভাষা নির্বাচন করে নিন।
এবার মোবাইল নম্বর ভেরিফিকেশন করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন। এবার আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে Verification এ ক্লিক করুন। এবার CALLER ID অংশে আপনার মোবাইল নম্বর (দেশের কোড ছাড়া) লিখে ADD NEW CALLERID এ ক্লিক করুন। এরপরে VERIFY NOW বাটনে ক্লিক করে CALL ME NOW বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে কল আসবে। এরপরে আপনি প্রদর্শিত ভেরিফিকেশন কোড টাইপ করে ভেরিফিকেশন সমম্পন্ন করুন।
এবার এসএমএস করার জন্য SMS মেনু থেকে SMS এ ক্লিক করুন এবং SMS option: এ Free SMS নির্বাচন করে এসএমএস করুন। এভাবে আপনি প্রতিদিন ৫ টি এসএমএস করতে পারবেন।
কল করার জন্য TELEPHONE মেনু থেকে WEB-CALLBACK এ ক্লিক করে ৮ মিনিট কল করুন বিশ্বের যেকোন প্রান্তে।
এভাবে আপনি একাধিক একাউন্ট খুলে কল করতে পারবেন।
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version