Science & Information Technology > Internet Technology
আসছে গুগল ও ইন্টেলের ক্রোমবুক
(1/1)
maruppharm:
খুব শিগগিরই বাজারে আসছে শীর্ষ মাইক্রোপ্রসেসর নির্মাতা ইন্টেল এবং বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের তৈরি অপারেটিং সিস্টেম (ওএস) ক্রোমের উদ্যোগে নতুন ল্যাপটপ কম্পিউটার ক্রোমবুক৷ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে ক্রোমবুক বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। ক্রোমবুক তৈরি করবে আসুস, এসার, তোশিবা, ডেল ও লেনোভো। গুগলের নানা সুবিধার সঙ্গে এগুলোতে যুক্ত হবে ‘গুগল নাউ’ সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা গুগল প্লে সিনেমা কিংবা টেলিভিশনের বিভিন্ন আয়োজনে ইন্টারনেট সংযোগ ছাড়াও (অফলাইন) দেখার সুযোগ পাবেন। সাধারণ ল্যাপটপের তুলনায় কিছুটা ভিন্ন হয় ক্রোমবুক। তবে আগের ক্রোমবুকের চেয়ে নতুন ক্রোমবুকগুলো আরও বেশি শক্তিশালী হবে বলে জানিয়েছে গুগল। ইন্টেলের সেলেরন প্রসেসর চালিত নতুন ক্রোমবুকগুলো সর্বোচ্চ টানা ১১ ঘণ্টা পর্যন্ত চলবে৷
ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট ও মোবাইল কম্পিউটিং গ্রুপের মহাব্যবস্থাপক নাভিন শিনয় বলেন, ইন্টেলের সহায়তায় আমরা চমৎকার কিছু কম্পিউটার, ল্যাপটপ ক্রেতাদের হাতে তুলে দিতে চাই। সে উদ্যোগের অংশ হিসেবেই নতুন ক্রোমবুকগুলো যৌথভাবে বাজারে ছাড়া হচ্ছে। ২০১১ সালে প্রথম গুগল ক্রোমবুক বাজারে আনে। তুলনামূলক দাম কম হওয়ায় বেশ জনপ্রিয়তা পাচ্ছে ক্রোমবুক। গত বছর সব মিলিয়ে ক্রোম ওএস চালিত ল্যাপটপ বাজারে গেছে ২৯ লাখ। একই সময়ে উইন্ডোজ ওএস চালিত পিসি বাজারজাত হয়েছে ২৮ কোটি এবং ম্যাক ওএস চালিত কম্পিউটার বাজারজাত হয়েছে এক কোটি ২৫ লাখ। —বিবিসি
Navigation
[0] Message Index
Go to full version