বিশ্ব অর্থনীতি ফোরামে তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে

Author Topic: বিশ্ব অর্থনীতি ফোরামে তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে  (Read 1190 times)

Offline monirulenam

  • Sr. Member
  • ****
  • Posts: 295
  • Test
    • View Profile
বিশ্ব অর্থনীতি ফোরামে এ বছর সামাজিক স্থানান্তর, অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ এবং বৃদ্ধি মডেল- এ তিনটি বিষয় গুরুত্ব পাচ্ছে।

সব ধরনের বৈষম্য দূরীকরণ, বিশেষ করে আফ্রিকার সাহারা অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে এ ফোরাম আলোচনায় বসেছে।

উল্লেখ্য, বিশ্ব অর্থনীতি ফোরাম একটি আন্তঃমহাদেশীয় ফোরাম যেখানে বিশ্বের শীর্ষ নেতা ও শীর্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

৭ মে নাইজেরিয়ার রাজধানী আবুজাতে তিনদিনব্যাপী এ ফোরামের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে, চলবে ৯ মে পর্যন্ত। আয় ও কাজের সুযোগ বৃদ্ধিসম্পর্কিত বিষয়কে এ সম্মেলনের মূল প্রতিপাদ্য করা হয়েছে। ফোরামে বিশ্বের শীর্ষ নেতা, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদসহ প্রায় ৯০০ ব্যক্তি অংশ নিচ্ছেন।

বিশ্ব অর্থনীতির এ ফোরামে সহসভাপতিত্ব (কো-চেয়ার) করছেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ভারতী এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তালকে ইন্ডিয়া-আফ্রিকা বিজনেস কাউন্সিলের (আইএবিসি) সহসভাপতি (কো-চেয়ার) হিসেবে নিয়োগ দিয়েছেন। টেলিকম, রিটেইল, কৃষি, আর্থিক সেবা নিয়ে কাজ করে ভারতের এ প্রতিষ্ঠানটি।

ভারতী এন্টারপ্রাইজের অন্যতম প্রতিষ্ঠান এয়ারটেল পৃথিবীর চতুর্থ বৃহৎ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। আফ্রিকায় এয়ারটেলই সর্ববৃহৎ অপারেটর। আফ্রিকার ১৭টি দেশে প্রায় ৭০ মিলিয়ন গ্রাহককে সেবা দিচ্ছে এয়ারটেল।