Entertainment & Discussions > Fashion

খাদ্যশস্য থেকে কাপড়?

(1/1)

maruppharm:
ভারতের রাজস্থান রাজ্যে ‘বজ্র’ নামের একটি খাদ্যশস্য থেকে কাপড় তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। হিন্দি দৈনিক জাগরণ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ইতালিভিত্তিক আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং জোবনার শ্রীকরণ নরেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘বজ্র’ থেকে বস্ত্র তৈরির গবেষণা শুরু হয়েছে। গবেষকেরা বলেন, শস্যটি চরকায় ব্যবহার করা হবে। পরে তা তুলা, পলিয়েস্টার বা অন্য তন্তুর সঙ্গে মিশিয়ে নতুন ধরনের তন্তু তৈরি করা হবে। এতে কৃষকেরা ‘বজ্র’ উৎপাদনে নতুন করে উৎসাহিত হবেন এবং বস্ত্রশিল্পের বাজারে প্রতিযোগিতা তৈরি হবে। লিনেন, পাট ও অন্যান্য কাপড়ের সঙ্গে পাল্লা দেবে খাদ্যশস্য থেকে উৎপাদিত কাপড়। নিউজএইটিন।

Navigation

[0] Message Index

Go to full version