Faculties and Departments > Genetic & Biotechnology
খাটো পুরুষের দীর্ঘ জীবন
(1/1)
rumman:
‘ইস, আমি যদি আরেকটু লম্বা হতাম।’ এমন মনোভাব যেসব পুরুষকে মাঝেমধ্যেই পীড়া দেয়, খবরটা তাদের জন্য আনন্দের। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দাবি, খাটো পুরুষরা লম্বা পুরুষদের তুলনায় দীর্ঘায়ু হয়। বংশগতির সঙ্গে এর সম্পর্ক আছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে জানানো হয়, জাপানি বংশোদ্ভূত আট হাজার মার্কিন পুরুষের ওপর গবেষণা করা হয়। তাদের সবার জন্ম ১৯০০ থেকে ১৯১৯ সালের মধ্যে। তাদের দুটি দলে ভাগ করে গবেষণাটি করা হয়। এক দলে পাঁচ ফুট দুই ইঞ্চি ও এর চেয়ে খাটো পুরুষদের এবং অন্য দলে পাঁচ ফুট চার ইঞ্চি ও এর চেয়ে লম্বা পুরুষদের রাখা হয়। পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার এসব পুরুষের জীবনকাল বিশ্লেষণে দেখা যায়, খাটো পুরুষরাই সবচেয়ে দীর্ঘজীবী। এমনকি তাদের রক্তে ইনসুলিনের পরিমাণ তুলনামূলক কম। জীবদ্দশায় ক্যান্সারে ভোগার আশঙ্কাও তাদের কম। গবেষণার অন্তর্ভুক্ত পুরুষদের মধ্যে আড়াই শ জন এখনো জীবিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ইতালীয় এক দ্বীপের ৫০০ পুরুষের ওপর গবেষণাতেও একই ফল পাওয়া যায়। ১৮৬৬ থেকে ১৯১৫ সালের মধ্যে জন্ম নেওয়া ওই পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে, খাটো পুরুষ লম্বা পুরুষের তুলনায় দুই বছর বেশি জীবিত ছিল। সূত্র : ডেইলি মেইল।
Navigation
[0] Message Index
Go to full version