How to lodge a General Diary (GD) to the Police Station

Author Topic: How to lodge a General Diary (GD) to the Police Station  (Read 4664 times)

Offline abduarif

  • Sr. Member
  • ****
  • Posts: 251
  • Test
    • View Profile
How to lodge a General Diary (GD) to the Police Station
« on: November 21, 2013, 12:22:05 PM »
To lodge a General Diary you will have to go to the police station of the area where the incident has taken place or likely to take place. If you do not know where exactly the incident has happened or going to happen, you may go to the nearest police station. Then you have to write an application mentioning the incident with sufficient detail and hand it over to the duty officer of the police station. The application has to be addressed to the officer in charge (OC) of the police station and provide your name, present address, permanent address and contact number at the bottom of the application. Upon receiving the application the duty officer will put it down in a register and will give you a number. That is your General Diary number for future reference.
Bangladesh Police has also introduced a online service for filing General Diaries. The service is called 'Citizen Help Request (CHR)' and is currently operational only for Dhaka city mostly for ‘Non-Urgent Cases’ which can be accessed from here: http://chr.police.gov.bd.

The ‘Non-Urgent Cases’ includes:
•   Information about loss/theft of passports, certificates, identity cards, bank cheques,  and other important documents
•   Information on snatching
•   Information on hang-outs of eve teasers, drug addicts or miscreants and any other unlawful assembly that may impede public peace
•   Information about new recruitment or disappearance of night guards, guards, servants, caretakers
•   Information about new/old tenants
Please note that there is no charge for filing of a General Diary. If you cannot write the application, the duty officer will assist you in writing it. For this there is no service charge as well. 
Abdullah Al Arif
Lecturer
Department of Law
Daffodil International University
Dhaka, Bangladesh

Offline Shamim Ansary

  • Hero Member
  • *****
  • Posts: 3746
  • Change Yourself, the whole will be changed
    • View Profile
Re: How to lodge a General Diary (GD) to the Police Station
« Reply #1 on: February 27, 2014, 01:18:40 PM »
অনলাইনে জিডি করার নিয়ম কানুন জেনে নিন

ডায়েরি (জিডি) করতে এখন আর থানায়
গিয়ে আবেদনপত্র লিখতে হবে না।
ঘরে বসে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ
করে আপনি নিজেই করতে পারেন সাধারণ ডায়েরি।
আপনার দলিল, সার্টিফিকেট, পরিচয়পত্র
ইত্যাদি হারানো, চুরি, ছিনতাই সংক্রান্ত তথ্য
জানিয়ে বাসায় বসেই
নিরাপদে অনলাইনে জিডি করতে পারেন । শুরুতে শুধু
ঢাকা মেট্রোপলিটনের সব থানার আওতায়
বসবাসকারীরা এ সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট,
ব্যাংকের চেক বই, সার্টিফিকেটসহ কোনো গুরুত্বপূর্ণ
দলিল হারিয়ে গেলে অনলাইনে সাধারণ
ডায়েরি করা যাবে। এ ছাড়া বখাটে,
মাদকসেবী বা অপরাধীদের আড্ডাস্থল বা অন্য
কোনো অবৈধ সমাবেশ সম্পর্কিত অভিযোগ
অনলাইনে করার সুযোগ রয়েছে।
যেভাবে জিডি করবেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট http://
www.dmp.gov.bd/ ঠিকানায় প্রবেশের পর প্রধান
পৃষ্ঠার ব্যানারের নিচেই দেখতে পাবেন Citizen
Help Request নামের একটি ট্যাব। এই ট্যাবে ক্লিক
করলে চলে আসবে আলাদা একটি পাতা। পাতার
শুরুতেই অনলাইনে সাধারণ ডায়েরি নিয়ে কিছু
বর্ণনা দেওয়া হয়েছে। নিচের অংশে রয়েছে তথ্য
দেওয়ার তালিকা। এই
তালিকা থেকে আপনি যে ধরনের সাধারণ
ডায়েরি করতে চান তা নির্বাচন করুন। নির্বাচনের
মাধ্যমে পরবর্তী পাতায় আপনি পাবেন
ডায়েরি করার ফরম। ফরম পূরণের
শুরুতে আপনি যে থানায় ডায়েরিটি করবেন
তা নির্বাচন করতে হবে। এরপর আপনার নাম,
ঠিকানাসহ সংশ্লিষ্ট তথ্যাবলি পূরণ করে Submit
বাটনটি ক্লিক করলেই সংশ্লিষ্ট থানায়
পৌঁছে যাবে আপনার তথ্য। স্বয়ংক্রিয়ভাব
ে আপনি একটি শনাক্তকরণ নম্বর ও
থানা থেকে কবে ডায়েরি সংক্রান্ত সত্যায়িত
কাগজটি সংগ্রহ করবেন তার সময় জানতে পারবেন।
নম্বরটি সংরক্ষণ করুন। কারণ থানা থেকে আপনার
সাধারণ ডায়েরির সত্যায়িত কপিটি সংগ্রহ
করতে পরে নম্বরটির প্রয়োজন পড়বে।
তথ্য ও পরামর্শ
অনলাইনে সাধারণ ডায়েরি সংক্রান্ত
যেকোনো পরামর্শ ও তথ্যের জন্য bangladesh@poli
ce.gov.bd ঠিকানায় মেইল পাঠাতে পারেন।
অথবা ফ্যাক্স করতে পারেন ০২-৯৫৫৮৮১৮ নম্বরে।
"Many thanks to Allah who gave us life after having given us death and (our) final return (on the Day of Qiyaamah (Judgement)) is to Him"

Offline abduarif

  • Sr. Member
  • ****
  • Posts: 251
  • Test
    • View Profile
Re: How to lodge a General Diary (GD) to the Police Station
« Reply #2 on: May 19, 2014, 12:53:12 AM »
Thank you for providing more detailed guideline to file a GD in Bangla. I hope it would be helpful for our readers.
Abdullah Al Arif
Lecturer
Department of Law
Daffodil International University
Dhaka, Bangladesh