ক্যান্সারেও শ্রেণিবৈষম্য!

Author Topic: ক্যান্সারেও শ্রেণিবৈষম্য!  (Read 1059 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
রোগ কি মানুষ চেনে? তা চিনতে পারুক আর না পারুক; অর্থ কিন্তু ঠিকই চেনে! কি বিশ্বাস হচ্ছে না? যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন, ধনী ও গরিবের জন্য ক্যান্সারের প্রকারভেদ আলাদা। যারা ধনী তারা ত্বকের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার ও জনন কোষের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। দরিদ্রদের কাছে-পিঠে সাধারণত এ ধরনের ক্যান্সার ঘেঁষে না। তাদের জন্য আছে বাগ্যন্ত্র, গলদেশ, যকৃত ও জননেন্দ্রীয়ের ক্যান্সার।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যান্সার রেজিস্ট্রি ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত প্রায় ৩০ লাখ টিউমার পরীক্ষা করে এ সিদ্ধান্তে পৌঁছায়। এ ক্ষেত্রে তারা টিউমারের রকমভেদের পাশাপাশি আক্রান্ত ব্যক্তির আর্থিক সামর্থ্যকেও গবেষণার বিষয়বস্তু করেন। গবেষণা শেষে দেখা যায়, ধনী ও গরিবের জীবনাচরণে পার্থক্যের কারণে তারা আলাদা আলাদা ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়। গবেষকরা আরো জানিয়েছেন, গরিবরা যেহেতু ক্যান্সারের পরীক্ষা করাতে পারে না, সুতরাং বেশির ভাগ ক্ষেত্রে তারা এবং তাদের পরিবার মৃত্যুর কারণটাও ধরতে পারে না। এ জন্য ক্যান্সার চিকিৎসাকে আরো সহজলভ্য করার তাগিদ দেন তাঁরা।
যুক্তরাষ্ট্রেরই ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অন্য এক গবেষণায় জানা গেছে, সাধারণত ধনী নারীরাই ত্বকের ক্যান্সারে বেশি আক্রান্ত হয়ে থাকে। এ ধরনের ৯০ শতাংশ ক্ষেত্রে শ্বেতাঙ্গ নারীরাই দুর্ভাগ্যের শিকার। সূত্র : ডেইলি মেইল।
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar