Entertainment & Discussions > Fashion
সুন্দর ও সতেজ চুলের রহস্য
Rozina Akter:
আমাদের দেশে বছরে বেশ কয়েকবার ঋতু পরিবর্তন হয় এবং সাথে সাথে আবহাওয়ারও পরিবর্তন হয় । এই পরিবর্তনের ছোঁয়া লাগে আমাদের দেহে, মনে, চুলে সব জায়গাতেই। বিশেষ করে গরমে বাইরের রোদে ধুলোময়লা, রোদের তাপ, বেশিক্ষণ এয়ারকন্ডিশনে থাকা, এ রকম নানা কারণে আমাদের চুল সৌন্দর্য ও কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে যায়।
আমাদের সৌন্দর্য এবং ব্যক্তিত্বের অনেক বড় একটা অংশ চুল। গরমে চুল সুন্দর রাখতে আমাদের সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করতে হবে, রাতে ভাল করে তেল ম্যাসাজ করলে চুলের গোড়া মজবুত হয়।
গরমে চুলের ডগা ফেটে যাওয়া, রোদে পোড়ার হাত থেকে রেহাই পেতে হলে গরমের শুরুতেই চুল ট্রিম করিয়ে নেয়া ভালো।
ধুলো-ময়লা, বৃষ্টির পানিতে ভিজে অনেক সময় চুল নিস্তেজ হয়ে যায়। অলিভ অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে মেথি পেস্ট মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করলে চুল ঘন ও উজ্জ্বল থাকবে।
দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে দিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেললে ভালো ফল পাওা যায়।
এছাড়া দু`ভাগ অলিভ অয়েল, একভাগ মধু মিশিয়ে পুরো চুলে লাগিয়ে ১৫ মিনিট পর হালকা গরম পানিতে চুল শ্যাম্পু করে নিতে হবে। অলিভ অয়েলের সঙ্গে কলা চটকেও চুলে দেওয়া যায়।
চুলের জন্যে জোজোবা অয়েল খুব উপকারী। নিয়মিত চুলের ডগায় জোজোবা অয়েল লাগালে চুল নরম হয়।
চুলে শ্যাম্পু করার পর অবশ্যই ভালো কোম্পানির কন্ডিশনার লাগাতে হবে।
বাইরে যাওয়ার সময় চুলে স্কার্ফ বা ক্লিপ দিয়ে বেঁধে রাখা ভালো, এতে ধুলোবালি আর রোদের হাত থেকে চুল কিছুটা রক্ষা পায়। তবে চুল বাঁধার সময় বেশি টাইট করে বাধা উচিত না। খেয়াল রাখতে হবে চুলের মধ্যে যেন হাওয়া চলাচল করতে পারে। গরমে তাপমাত্রা বাড়লে মাথার তালুও ঘামতে শরু করে। তাই দিনের শেষে বাড়ি ফিরে চুল ভাল করে শুকিয়ে নিয়ে বড় দাতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে । প্রত্যেকদিন কিছুটা সময় চুলের যত্ন নিলে গরমেও চুল থাকবে প্রাণবন্ত ঝলমলে।
fatema nusrat chowdhury:
:)thankyou
fatema nusrat chowdhury:
Informative sharing. Thank you :)
fatema nusrat chowdhury:
Informative sharing. Thank you :)
Rozina Akter:
:)
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version