IT Help Desk > News and Product Information

উড়ে চলবে মোটরসাইকেল!

(1/1)

rumman:
উড়ন্ত মোটরসাইকেল এখন আর জাদুবিদ্যা কিংবা সাইফাই অ্যানিমেশনের বিষয় নয়, বাস্তব। অবশ্য এখনই আপনার মাথার ওপর দিয়ে এ বাইক উড়ে যাচ্ছে না। ধৈর্য ধরতে হবে অন্তত ২০১৭ সাল পর্যন্ত। ৬৮ লাখ টাকা খরচায় পেয়ে যাবেন একটি উড়ুক্কু মোটরসাইকেল। এই উড়ন্ত মোটরসাইকেল বা হোভারবাইকের নির্মাতা প্রতিষ্ঠান অ্যারোফেক্স।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটি বছর তিনেকের মধ্যে অ্যারো-এক্স নামের একটি উড়ুক্কু মোটরসাইকেল আনার ঘোষণা দিয়েছে। এই অ্যারো-এক্স ভূমির ১০ ফুট ওপর দিয়ে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে চলতে পারবে। এমনকি জ্বালানি ভরা থাকলে এটি উড়তে পারবে কমপক্ষে ৭৫ মিনিট। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত স্পোর্টস বাইক হিসেবে এই হোভারবাইকটি নির্মাণ করেছে তারা। দুর্গম অঞ্চলে বিভিন্ন ধরনের জরিপকাজ কিংবা অনুসন্ধানের কাজেও এই মোটরসাইকেল ব্যবহার করা যাবে। জ্বালানি বাদেই মোটরসাইকেলটির ন্যূনতম ওজন হবে ৩৬৫ কেজি। এই উড়ন্ত মোটরসাইকেল দুজন আরোহী বহন করতে পারবে, যাদের ওজন মোট ১৪০ কেজির বেশি হওয়া যাবে না। অ্যারোফেক্স জানিয়েছে, ২০১৬ সালে তারা প্রথম এই উড়ন্ত সাইকেলের পরীক্ষামূলক উড্ডয়ন করবে। আপাতত মোটরসাইকেলটিকে আকাশে ওড়াতে পারলেও এর ব্রেক এবং আনুষঙ্গিক কিছু যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাদের বিশ্বাস, ঠিকমতো তৈরি করা গেলে এই মোটরসাইকেল যেকোনো জায়গায় যেকোনো সময় উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম হবে। সূত্র :  টাইমস অব ইন্ডিয়া।

Navigation

[0] Message Index

Go to full version