« on: May 16, 2014, 05:21:32 PM »
সূর্যের ভেতরের তৎপরতার কারণেই পৃথিবীতে বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে। সৌরকণার উচ্চগতিসম্পন্ন ঝড় যখন আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বিদ্যুৎ চমকের ঘটনা আরো বেড়ে যায়। সম্প্রতি এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার সাময়িকীতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
উপগ্রহের সহায়তায় সূর্যের তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। এর মাধ্যমে এখন বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দেওয়া যেতে পারে। এই গবেষণার নেতৃত্বদানকারী ব্রিটেনের ইউনিভার্সিটি অব রিডিংয়ের ড. ক্রিস স্কট বলেন, বিদ্যুৎ চমকানোতেও বড় ধরনের সংকট তৈরি হতে পারে। প্রতিবছর ২৪ হাজার লোক এর কবলে পড়ে। পূর্বসতর্কতা বা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে।
সূর্য নিজ অক্ষের চারদিকে ঘোরে। এ সময় সূর্য থেকে যে বিদ্যুৎ কণা বের হয় তা প্রতি সেকেন্ডে ৪০০-৮০০ কিলোমিটার যায়। এই সৌরবায়ু যখন আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন উত্তরীয় আলোর ঝলকানি দেখা যায়।
এই গবেষণায় সৌরবায়ু কী করে আমাদের জলবায়ুতে প্রভাব ফেলে তাও দেখানো হয়। ড. স্কট বলেন, সৌরবায়ু সব সময় একই গতিতে প্রবাহিত হয় না। এটি কখনো কমে আবার কখনো বাড়ে। বিজ্ঞানীরা দেখেছেন, এই পরিস্থিতিতে বিদ্যুৎ চমকানোর ঘটনা বাড়ে।
উত্তর ইউরোপের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৪০ দিনে সেখানে ৪২২টি বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটেছে। এর আগ দিয়েই উচ্চগতিসম্পন্ন সৌরবায়ু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে তার আগের ৪০ দিনে বিদ্যুৎ চমকানোর ঘটনা ঘটে ৩২১টি। সূত্র : বিবিসি।

Logged
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar