IT Help Desk > Internet

চাঁদে ইন্টারনেটের গতি বেশি!

(1/1)

rumman:
হাল জমানায় সব কিছুই মাপা হয় দ্রুততা দিয়ে। কাজসহ অন্যান্য বিষয়ে প্রতিদিনের চাহিদা হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট। একবিংশ শতকের অপরিহার্য অনুষঙ্গ হচ্ছে ইন্টারনেটের দ্রুতি। মোটামুটি তিন থেকে চার মেগাবাইট দ্রুততার সঙ্গে এখন কমবেশি সবাই পরিচিত। অবশ্য আপনি যদি এর চেয়েও দ্রুতগতিতে ইন্টারনেট চালাতে চান, তাহলে চাঁদে চলে যান। কেননা, বিজ্ঞানীরা চাঁদের উপযোগী করে এমন এক প্রযুক্তি তৈরি করেছেন, যা দিয়ে ইন্টারনেটে ২০ মেগাবাইট পর্যন্ত স্পিড তোলা যাবে!
যুক্তরাজ্যের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লিংকন ল্যাবরেটরি সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সঙ্গে যৌথভাবে কাজ করে এ নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। মূলত বেতার তরঙ্গের ভেতর দিয়ে লেজারসমৃদ্ধ তথ্য আদান-প্রদানে দ্রুতগতির এই প্রযুক্তি কাজ করে। গবেষকরা জানান, তাঁরা এ প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ ৬২২ মেগাবাইট স্পিডে তথ্য পাঠাতে পেরেছেন। যা আগের তুলনায় চার হাজার ৮০০ গুণ বেশি দ্রুততর।
এমআইটির বিজ্ঞানীরা জানিয়েছেন, তথ্যের আদান-প্রদানে তাঁরা মূলত নাসা উদ্ভাবিত লুনার লেসার কমিউনিকেশন ডেমোনস্ট্রেশন (এলএলসিডি) ব্যবহার করেছেন। এ পদ্ধতিতে চাঁদের কক্ষপথে ঢোকামাত্র বেতার তরঙ্গের ওজন কমে আসে এবং ‘তথ্য’ পৃথিবী থেকে ছয় গুণ বেশি দ্রুততা অর্জন করে। তবে পরীক্ষাগারে উদ্ভাবিত এ প্রযুক্তি বাস্তবেও কাজ করবে কি না, তা দেখতে সময় চেয়েছেন বিজ্ঞানীরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Elahe:
Informative post.

Mishkatul Tamanna:
Interesting.....

mahmud_eee:
interesting ....

maruf2703:
Glad to hear ........

Navigation

[0] Message Index

Go to full version