Science & Information Technology > Science Discussion Forum

হাজার ছায়াপথের ছবি ইলাস্ট্রিস

(1/1)

maruppharm:
কম্পিউটারে মহাজগতের একাংশকে তুলে এনেছেন বিজ্ঞানী আর গবেষকেরা। ৩৫ কোটি ঘন আলোকবর্ষের সমান এলাকায় ৪১ হাজার ৪১৬টি ছায়াপথের তথ্য আছে এতে। আর ওই থিডি ম্যাপিংয়ের নাম দেওয়া হয়েছে ইলাস্ট্রিস।

 Print Friendly and PDF
0
 
 
 
0
 
 
39
 
 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে মন্তব্য করেছে, উল্লেখযোগ্য ঘটনা হলেও এটি বাস্তবতার ধারেকাছেও যায়নি। দেখতে পাওয়া মহাজাগতিক অংশে সম্ভাব্য ছায়াপথের সংখ্যা ১৭ হাজার কোটিরও বেশি।

এমআইটির পদার্থবিজ্ঞানের শিক্ষক মার্ক ফুগল্সবার্জার এটিকে মহাজাগতিক ক্ষুদ্রাংশের ভাগ্নাংশ বলে মন্তব্য করেছেন।

“তারপরও ইলাস্ট্রিস তিন মিনিটে ১৩শ’ কোটি বছরের বিবর্তনকে প্রকাশ করেছে। এটি সঠিকভাবে তাদের আকার, আকৃতি আর গাঠনিক উপাদানকে বর্ণনা করেছে।”

ফুগল্সবার্জার বলেছেন, “কিছু ছায়াপথ অনেকটা উপবৃত্তাকার আর কিছু দেখতে আকাশগঙ্গার মতো, পেঁচানো ডিস্কের মতো। মহাবিশ্বের নির্দিষ্ট অনুপাত রয়েছে। ইলাস্ট্রিসে আমরা সেই অনুপাতকে ঠিকভাবে পেয়েছি। যা আগে পাওয়া যায়নি।”

ইলাস্ট্রিসে প্রায় এক হাজার আলোকবর্ষের সমান তথ্য রয়েছে। এটি তৈরিতে কয়েকটি সুপারকম্পিউটারের কয়েক মাস সময় লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Navigation

[0] Message Index

Go to full version