Science & Information Technology > Astronomy

ফিরে আসছে স্যাটেলাইট জিওসিই

(1/1)

maruppharm:
মহাকাশে গবেষণার জন্য পাঠানো কৃত্রিম উপগ্রহ জিওসিই জ্বালানি শেষ হয়ে যাওয়ায় রোববার রাত অথবা সোমবার সকালে পৃথিবীতে পতিত হতে পারে। তবে পৃথিবীর কোন স্থানে এটি পড়বে সে সম্পর্কে বিজ্ঞানীরা কোনো কিছু জানাতে পারেননি।

 
 
 

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ২০০৯ সালে মহাকাশের উদ্দেশে জিওসিই রিসার্চ স্যাটেলাইটটি পাঠায়।

পৃথিবীর মাধ্যাকর্ষণক্ষেত্র নিয়ে গবেষণার জন্য পাঠানো কৃত্রিম উপগ্রহটি প্রায় চার বছর পর ফিরে আসছে পৃথিবীতে।

এক হাজার একশ’ কেজি ওজনের স্যাটেলাইটটি পৃথিবীর কোথায় পড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি বিজ্ঞানীরা। তবে পৃথিবীর বেশিরভাগ জায়গাজুড়ে আছে পানি। তাই স্যাটেলাইটটি সমুদ্রে অবতরণ করার সম্ভাবনাই বেশি।

জ্বালানি শেষ হওয়ার কারণে প্রায় চার বছর পর পৃথিবীতে ফিরে আসছে স্যাটেলাইট জিওসিই। ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানিয়েছে, স্যাটেলাইট পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়ায় মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Navigation

[0] Message Index

Go to full version