Science & Information Technology > Science Discussion Forum
অ্যাপল ইতিহাসের সেরা পণ্য আসছে: এডি কিউ
(1/1)
maruppharm:
গত ২৫ বছরের তুলনায় অ্যাপলের আসন্ন প্রযুক্তি পণ্যগুলো সেরা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ওয়াল্ট মসবার্গ আয়োজিত কোড সম্মেলনে কিউ অ্যাপলের আসন্ন পণ্য বিষয়ে ওই তথ্য জানান। প্রযুক্তিজগতে প্রভাবশালী কলামিস্ট হিসেবে মসবার্গ পরিচিত।
টেক জায়ান্ট অ্যাপলের শীর্ষ ১০ কর্মকর্তার অন্যতম এডি কিউ ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস বিভাগের দায়িত্বে রয়েছেন। ৩ বিলিয়ন ডলারে সদ্য কেনা বিটস ইলেকট্রনিক্স যোগ হয়েছে এডি কিউ-এর অধীনে।
তবে আসন্ন অ্যাপল পণ্য সম্পর্কে উক্তিটি করলেও এবার অ্যাপল ঠিক কোন কোন পণ্য নিয়ে আসছে সে বিষয়ে মুখ খোলেননি কিউ। তিনি স্রেফ জানিয়েছেন, ২৫ বছরের অ্যাপল জীবনে তিনি এবারই সবচেয়ে সেরা নির্মাণাধীন পণ্য দেখেছেন।
প্রতিষ্ঠানটির আসন্ন প্রযুক্তি পণ্যগুলোর মধ্যে আইফোনের নতুন সংস্করণ আইফোন ৬ থাকার কথা রয়েছে। এ ছাড়াও অ্যাপলের আসন্ন পণ্যগুলোর মধ্যে নতুন আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি এবং আরও উন্নত ম্যাক থাকবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে ম্যাশএবল।
তবে অ্যাপল আসলেই কী পণ্য আনতে যাচ্ছে সে বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এ বছরের ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্সে (ডব্লিইউডব্লিইউডিসি)। জুনের ২ তারিখ থেকেই সান ফ্রান্সিসকোতে শুরু হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির এ সম্মেলন।
Navigation
[0] Message Index
Go to full version