Science & Information Technology > Science Discussion Forum

নতুন ওএস এক্স ‘ইয়োসেমাইট’!

(1/1)

maruppharm:
গুজব ছড়িয়েছে টেক জায়ান্ট অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম ওএস এক্সের নতুন সংস্করণের নাম হতে পারে ইয়োসেমাইট। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে প্রতিষ্ঠানটির ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্স (ডব্লিইউডব্লিইউডিসি) পর্যন্ত।


 

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যাপল ইতোমধ্যে ইয়োসমাইট নামটির ট্রেডমার্কও নিয়ে নিয়েছে।

৯টু৫ম্যাক ডটকমের প্রতিবেদন অনুসারে, সান ফ্রান্সিসকোতে ওএস এক্স এবং আইওএস ৮-এর সংস্করণের ব্যানারে প্রথম ‘ইয়োসেমাইট’ নামটির ব্যবহার দেখা যায়। ৯টু৫ম্যাকের তথ্য অনুসারে, ওএস এক্স ১০.১০-এর ভিজুয়ালে বৃহৎ পরিবর্তন আনা হচ্ছে। এ কাজের জন্য আইওএস ইউজার-ইন্টারফেইস টিম সাহায্য করছে বলেও জানা গেছে।

ওএস এক্স-এর আগের সংস্করণটির নাম জনপ্রিয় সার্ফিং স্থানের নামে রাখা হয়েছিল, সেদিক থেকে চিন্তা করলে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের নামে পরবর্তী সংস্করণটির নাম রাখা হতে পারে।

Navigation

[0] Message Index

Go to full version