মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছে বিটস

Author Topic: মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছে বিটস  (Read 1048 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
হেডফোন নির্মাতা প্রতিষ্ঠান বিটসকে মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে আনবে টেক জায়ান্ট অ্যাপল। বুধবার তিনশ’ কোটি ডলারে বিটস ইলেকট্রনিক্স কেনার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ইতিহাসে এবারই প্রথম এত বড় অঙ্কের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান কিনল অ্যাপল।


 
 

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, চুক্তির অংশ হিসেবে বিটসের দুই সহ-প্রতিষ্ঠাতা ডক্টর ড্রে এবং জিমি ইয়োভাইন যোগ দেবেন অ্যাপলে।

নমুরা রিসার্চের বিশ্লেষকরা জানিয়েছেন বছরখানেক আগেও বিটসের মূল্য ছিল একশ’ কোটি ডলার।

২৩ মে ক্লায়েন্টের কাছে পাঠানো নমুরার এক নোটে বলা হয়েছে, “অ্যাপলের এ চুক্তির মূল উদ্দেশ্যই হচ্ছে বিটস’কে নতুন মিউজিক স্ট্রিমিং সেবায় পরিণত করা, যা স্পটিফাই এবং প্যানডোরার সঙ্গে প্রতিযোগিতা করবে।”

আরবিসি মূলধন বাজার বিশ্লেষক আমিত দারিয়ানআনি সাম্প্রতিক বিলবোর্ড পরিসংখ্যানের তথ্য অনুসারে জানিয়েছেন, আইটিউনস রেডিও শোনার সময় মোট গ্রাহকের আনুমানিক মাত্র ১-২ শতাংশ ডাউনলোড বা বাই অপশনে ক্লিক করেন। দারিয়ানআনি আরও জানিয়েছেন, বর্তমানে গ্রাহকদের মধ্যে সাবস্ক্রিপশনভিত্তিক মিউজিক প্রভাব বিস্তার করছে।

তিন সপ্তাহ আলোচনা শেষে অ্যাপলের বিটস কেনার বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিটস ইলেকট্রনিক্স প্রধানত হেডফোন ও স্পিকার নির্মাণের জন্য বিখ্যাত। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা শিল্পী ও উদ্যোক্তা ডক্টর ড্রে হিপ-হপ জগতের প্রথম বিলিওনেয়ার। অন্যদিকে বিটসের অন্য সহ-প্রতিষ্ঠাতা জিমি ইয়োভাইন পেশায় রেকর্ড ইন্ডাস্ট্রি নির্বাহী।

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বুধবার এক সাক্ষাৎকারে বিটসের সহ-প্রতিষ্ঠাতা ইয়োভাইন এবং তার দল প্রসঙ্গে বলেন, “সৃজনশীল প্রাণ, একই মন।”

এক বিবৃতিতে কুক বলেছেন, “সংগীত আমাদের জীবনের বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ এবং অ্যাপলে সেটি আমাদের হৃদয়ের বিশেষ একটি অংশ আচ্ছন্ন করে রেখেছে।”
Md Al Faruk
Assistant Professor, Pharmacy