Entertainment & Discussions > Cricket
পাঞ্জাবকে হারিয়ে আইপিএল শিরােপা জিতল কলকাতা
(1/1)
rumman:
অবিশ্বাস্য ম্যাচে শেষ পর্যন্ত তিন উইকেটে জয় পেল কলকাতা। চার বলে যখর চার রান দরকার তখন দলের জয়ের জন্য প্রয়োজনীয় রান আসে পীযূষ চাওলার ব্যাট থেকে। পাঞ্জাবের ১৯৯ রানের জবাবে বিরতির পর ২০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে কলকাতা। দলের পক্ষে ওপেনিং ব্যাটিংয়ে নেমেছিলেন গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা। ইনিংসের প্রথম ওভারেই মিচেল জনসনের বলে আউট হয়েছেন উথাপ্পা। তার সংগ্রহ তিন বলে পাঁচ রান। এরপর নেমেছেন মণীষ পাণ্ডে। তারপর আউট হয়েছেন গৌতম। ১৩তম ওভারের খেলায় আউট হয়েছেন ইউসুফ। তিনি করেছেন করেছেন ২২ বলে ৩৬ রান। এরপর আউট হন সাকিব আল হাসান। সাত বলে ১২ রান করে রান আউট হন তিনি। এরপরই আউট হন মনীষ পান্ডে। তার সংগ্রহ ৫০ বলে ৯৪ রান। রেন টেন আউট হন তিন বলে চার রান করে। আর সূর্যকুমার যাদব আউট হন দুই বলে দুই রান করে।
Navigation
[0] Message Index
Go to full version