IT Help Desk > News and Product Information

উড়ল সোলার ইমপালস টু

(1/1)

rumman:


সৌরবিদ্যুতের প্রয়োগ বাড়ছে। কিন্তু এখনো একে বিকল্প জ্বালানি হিসেবেই ধরা হয়। তবে সত্যিকার অর্থেই জীবাশ্ম জ্বালানির স্থানটি দখল করে মৌলিক জ্বালানি হিসেবে আবির্ভূত হতে পারে সৌরবিদ্যুৎ। সম্ভবত এর সবচেয়ে বড় উদাহরণটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর, যখন সোলার ইমপালস টু নামের সৌরশক্তিচালিত বিমানটি পৃথিবী প্রদক্ষিণ করবে। সুইজারল্যান্ডে এ বিমানটির নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং গতকাল সোমবার এর পরীক্ষামূলক ফ্লাইট বা উদ্বোধনী ফ্লাইট সফলভাবে সম্পন্ন হয়েছে।
এর আগে একই উদ্যোক্তদের তৈরি সৌরশক্তিচালিত বিমান ‘সোলার ইমপালস’ বিমান যুক্তরাষ্ট্রের আকাশ প্রদক্ষিণ করতে সক্ষম হয়েছিল। গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রদক্ষিণ করেছিল সোলার ইমপালস। পরে আরো প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে তৈরি হয় সোলার ইমপালস ২।
সুইজারল্যান্ডে গতকাল প্রথম প্রহরে সোলার ইমপালস টু প্রথমবারের মতো আকাশে উড়ে। সুইজারল্যান্ডের পেয়ারনি এয়ারফিল্ড বিমানবন্দর থেকে উড়ার দুই ঘণ্টা পর বিমানটি আবার ফিরে আসে। পাইলট ও মিশন চিফ জানিয়েছেন, কোনো রকমের সমস্যা ছাড়াই প্রথম উড়ান সম্পন্ন হয়েছে। সূত্র : বিবিসি।

Navigation

[0] Message Index

Go to full version