Faculty of Allied Health Sciences > Public Health
বায়ুদূষণে অনিয়মিত হৃৎস্পন্দন
(1/1)
rumman:
বায়ুদূষণে নানাবিধ ক্ষতির আশঙ্কা করা হলেও এর কারণে মানব শরীরের সুনির্দিষ্ট কী কী ক্ষতি হয় তা ছিল অজানা। বিজ্ঞানীরা ধারণা করতেন, হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের পেছনে বায়ুদূষণের হাত রয়েছে। কিন্তু আদতেই কোনো ক্ষতি হতো কি না কিংবা হলেও কী মাত্রায়, তা জানা ছিল না। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, বায়ুদূষণ প্রকৃতপক্ষে মানুষের অনিয়মিত হৃৎস্পন্দন এবং রক্তচাপের জন্য দায়ী।
যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসে ক্ষণস্থায়ী বায়ুদূষণ এবং হৃদযন্ত্রের নানাবিধ রোগ পরীক্ষা শেষে এ সিদ্ধান্তে পৌঁছান। তাঁদের গবেষণা অনুযায়ী, অনিয়মিত হৃৎস্পন্দন এবং রক্তচাপ সরাসরি বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত। আর এ ক্ষেত্রে সবচেয়ে বিপদের মধ্যে আছেন বয়স্করা। কেননা, তাঁদের ক্ষেত্রে এই অনিয়মের পরিমাণ আরো বেড়ে যায়। এ জন্য পঁচাত্তর ঊর্ধ্বদের দূষিত শহর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
তবে এই দূষণ হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের সঙ্গে সম্পর্কযুক্ত কি না তা ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এ গবেষণায় নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য আরো উচ্চতর গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকরা। সূত্র : বিবিসি।
Navigation
[0] Message Index
Go to full version