ভারী গ্লাসে স্বাদ বাড়ে!

Author Topic: ভারী গ্লাসে স্বাদ বাড়ে!  (Read 641 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ভারী ও শক্ত গ্লাস থেকে পান করলে েকামল পানীয়র স্বাদ তুলনামূলক বেশি পাওয়া যায়৷ যু্ক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক চার্লস স্পেন্স এমনটিই দাবি করছেন৷ চেলটেনহ্যাম সায়েন্স ফেস্টিভ্যালে তিনি বলেন, প্লাস্টিকের হালকা কাপের পরিবর্তে ভারী কাচের গ্লাসে পানীয় পরিবেশন করলে সেটি তুলনামূলক ভালো বলে মানুষের মনে বিশ্বাস জন্মায়৷ ওজনে হালকা কিছুর সঙ্গে ‘নিম্নমান’ এবং ‘সস্তাদামের’ মতো নেতিবাচক বিষয় জড়িত থাকে৷ কাজেই অতিথিদের পূর্ণ তৃপ্তি দিতে চাইলে সুন্দর ও ভারী গ্লাসে পরিবেশন করা উচিত৷ নইলে দামি ও মানসম্পন্ন কোমল পানীয় পরিবেশনের আয়োজনও ভেস্তে যেতে পারে৷ ব্যাপারটা সম্পূর্ণ মানসিক হলেও, বাস্তবে এ রকমই ঘটে৷ টেলিগ্রাফ৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy