মাধুরী তাঁর অভিনয় দিয়ে বলিউডপ্রেমীদের মুগ্ধ করেছেন। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ মাধুরী। নাচ ভালোবাসেন তিনি। নাচ শেখাতে তিনি এরমধ্যে চালু করেছেন অনলাইন ড্যান্স অ্যাকাডেমি। অনলাইন ড্যান্স অ্যাকাডেমি চালুর সফলতা এ ধরনের ডিজিটাল উদ্যোগের পাশাপাশি ড্যান্স অ্যাকাডেমি গড়ে তুলতে তাঁকে আরও সাহস জুগাচ্ছে। সম্প্রতি আইএএনএসকে এ তথ্য জানিয়েছেন তিনি।
মাধুরী জানিয়েছেন, ‘অনলাইন ড্যান্স অ্যাকাডেমির পাশাপাশি বাস্তবে ড্যান্স ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা প্রথমে ডিজিটাল উপায়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি।’
২০১৩ সালের ফেব্রুয়ারিতে ‘ড্যান্সউইথমাধুরী ডটকম’ নামে অনলাইনে নাচ শেখার ওয়েবসাইট চালু হয়। পরে মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেন তিনি। বর্তমানে একটি কমিউনিটি তৈরি হওয়ায় খুশি তিনি।
মাধুরী আরও বলেছেন, ‘ডিজিটাল মিডিয়াম ব্যবহার করে নাচের আনন্দ ছড়িয়ে দেওয়ার বিষয়টি আমরা অনুধাবন করতে পেরেছি। আমরা এক লাখের বেশি মানুষের কাছে ডিজিটাল উপায়ে পৌঁছাতে পেরেছি। এখন স্মার্টফোন সঙ্গে থাকলেই দিনের যেকোনো সময় যেকোনো স্থানে নাচের অনুশীলন করা যায়। ’