মঙ্গলে অণুজীবের বসতি হবে?

Author Topic: মঙ্গলে অণুজীবের বসতি হবে?  (Read 1004 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
নভোযানে চড়ে যেসব অতিক্ষুদ্র প্রাণী লাল গ্রহে (মঙ্গল) যাবে, তারা সেখানেই বসতি গড়বে৷ সৌরজগতের অন্যান্য গ্রহেও একইভাবে তাদের বসতি সম্প্রসািরত হতে পারে৷ সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন৷ তাঁরা বলছেন, অন্য গ্রহ-উপগ্রহে বিপজ্জনক অভিযাত্রায় পৃথিবীর অণুজীবেরা যদি টিকে থাকতে পারে, একসময় হয়তো সৌরজগতে প্রাণের অনুসন্ধানকারীরা কোনো অণুজীবের খোঁজ েপয়ে সেগুলোর আদি উৎস নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বেন৷ আধুনিক মহাকাশযানে অণুজীবের অবস্থানের সুযোগও রাখা হচ্ছে৷ অ্যাস্ট্রোবায়োলজি সাময়িকীতে ২০১২ সালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, মহাকাশযাত্রায় তেজষ্ক্রিয়তা ও অন্যান্য বিপদের ঝুঁকির মধ্যেও টিকে থাকার ক্ষেত্রে পৃথিবীর কিছু কিছু অণুজীবের সামর্থ্য বিজ্ঞানীদের ধারণার চেয়েও বেশি বলে প্রমাণিত হয়েছে৷ ফক্স নিউজ৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy