Science & Information Technology > Astronomy
নভোচারীদের স্যান্ডেল তৈরি করেছে নাসা
(1/1)
maruppharm:
মহাকাশে মাইক্রোগ্র্যাভিটি বা সামান্য মাধ্যাকর্ষণ শক্তিতে নভোচারীদের হাড় ও মাংসপেশির ওপর প্রভাব পড়ে। বিষয়টি পরীক্ষা করে দেখতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা তৈরি করেছেন বিশেষ একজোড়া স্যান্ডেল। নাসার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের কাছে এই বিশেষ স্যান্ডেল ও ক্ষুদ্র প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে নাসা। এই বিশেষ স্যান্ডেল কম মাধ্যাকর্ষণ শক্তিতে নভোচারীদের শরীরের ওপর কী ধরনের প্রভাব পড়ছে সে তথ্য সংগ্রহ করতে পারবে।
নাসার তৈরি বিশেষ এই স্যান্ডেলকে বলা হচ্ছে ‘ফোর্সসুজ’। স্পেস স্টেশনে নভোচারীদের শরীরচর্চার সময় কতটা শক্তি ব্যয় করা প্রয়োজন তা নির্ধারণ করবে এই জুতা।
Navigation
[0] Message Index
Go to full version