তথ্যপ্রযুক্তি খাতে নেদারল্যান্ডের অনুদান

Author Topic: তথ্যপ্রযুক্তি খাতে নেদারল্যান্ডের অনুদান  (Read 805 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
তথ্যপ্রযুক্তি শিল্পের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সোয়া ১৫ কোটি টাকা অনুদান দিচ্ছে নেদারল্যান্ড সরকার।  ‘দ্য নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড থ্রি প্রকল্প’র আওতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) এবং দাতা সংস্থা সিবিআই যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। উইন্ডি টাউন হলে  প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক , বেসিস সভাপতি শামীম আহসান, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের হাইকমিশনার খারবেন ডি ইয়ং, ডিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি ওসামা তাসির, দাতা সংস্থা সিবিআই পরিচালক প্রফেসর রব, আইটিসি এর এনটিএফ থ্রি প্রোগ্রাম ম্যানেজার ম্যাথিয়াস ক্ন্যাপে এবং বেসিস পরিচালক ফাহিম মাশরুর।

বেসিস সভাপতি শামীম আহসান বলেন, ২০১২- ১৩ অর্থবছরে বাংলাদেশ প্রযুক্তি খাতে আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। তথ্যপ্রযুক্তিতে এটা অনেক বড় সাফল্য। তবে আগামী পাঁচ বছরে এ খাত থেকে আমরা এক বিলিয়ন ডলার সরকারি কোষাগারে দিতে পারবো বলে আশা করছি। বাজেটে পরবর্তী ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেয়ায়  এই লক্ষ্যমাত্রা অর্জনের পথ আরো সহজ হলো বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে এনটিএফ-টু প্রকল্পের মতো এনটিএফ-থ্রি প্রকল্প্ও বিশেষ ভূমিকা রাখবে। এটি দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে। বিগত সময়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে  সহায়ক ভূমিকা রাখায় নেদরল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

স্বল্প সময়ে প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তনের ফলে বাংলাদেশ   মধ্য-আয়ের দেশ হয়ে উঠতে পারবে বলেন প্রফেসর রব।

উল্লেখ্য, এই অঞ্চলের আইটি এবং আইটিএস কোম্পানিগুলোর ইউরোপীয় আউটসোর্সিং বাজার প্রসারণের উদ্দেশ্যে এ প্রকল্প। স্থানীয়ভাবে বাংলাদেশের ৪০টি মনোনীত প্রতিষ্ঠান এর মাধ্যমে  ইউরোপীয় মোবাইল অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং গ্রাফিক্স খাতের আউটসোর্সিং বাজার বিস্তৃতিতে সহায়তা পাচ্ছে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/296853.html#sthash.4qp4TeEA.dpuf
Md Al Faruk
Assistant Professor, Pharmacy