সুপার কম্পিউটার মানুষের সমকক্ষ!

Author Topic: সুপার কম্পিউটার মানুষের সমকক্ষ!  (Read 983 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
রাশিয়ার তৈরি একটি সুপার কম্পিউটার নিজেকে একজন ১৩ বছরের বালকের সমকক্ষ হিসেবে প্রমাণ করতে পেরেছে৷ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক প্রতিযোিগতায় ওই সুপার কম্পিউটার ‘টুরিং টেস্টে’ ৩৩ শতাংশ সময় বিচারকদের কাছে নিজের ওই সামর্থ্যের প্রমাণ দেয়৷ টুরিং টেস্টে এটিই কোনো কম্পিউটারের প্রথম সাফল্য৷ ঘটনাটিকে গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এক মাইলফলক হিসেবে দেখছেন৷ টুরিং টেস্ট হলো এমন একটি পরীক্ষা, যার মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিমাপ করা হয়৷ আর সুপার কম্পিউটার হলো সাধারণ কম্পিউটারের চেয়ে কয়েক হাজার গুণ শক্তিশালী কম্পিউটার; যা প্রধানত বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়৷ এএফপি৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy