প্রজাপতির আয়ুক্ষয়

Author Topic: প্রজাপতির আয়ুক্ষয়  (Read 1032 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
প্রজাপতির আয়ুক্ষয়
« on: June 11, 2014, 04:44:11 PM »
বরফাচ্ছাদিত রাস্তায় লবণ ছড়ালে গাড়িচালকের জীবন রক্ষা হতে পারে, কিন্তু প্রজাপতির অায়ু কমে যায়৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন৷ প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ শীতপ্রধান দেশে তুষারপাতের ফলে রাস্তায় জমে থাকা বরফ গলাতে সাধারণ লবণ বা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়৷ এসব লবণ শোষণকারী উদ্ভিদের রস খেয়ে প্রজাপতিসহ আশপাশের অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হয়৷ শীর্ষ গবেষক ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এমিল স্নেল-রুড বলেন, মৌমাছির আয়ুক্ষয়ের জন্য লবণের উপাদান সোডিয়ামই দায়ী৷ বরফাচ্ছাদিত রাস্তায় লবণ ছড়ানোর পর আশপাশের ঘাসে ৩০ গুণ বেশি সোডিয়ামের উপস্থিতি পাওয়া যায়৷ এএফপি৷
Md Al Faruk
Assistant Professor, Pharmacy