Entertainment & Discussions > Travel / Visit / Tour

লাল সমুদ্রসৈকত

(1/1)

Naznin.Tania:

এটা চীনের পানজিন রেড বিচ, সমুদ্রসৈকতের বালু শুধুই লাল।
তবে কোনো প্রথাগত বালির বিচ এটা নয়। এখানে আপনি দেখতে পাবেন না বালি। এক ধরনের সমুদ্র-শৈবাল ঢেকে রেখেছে পুরো বিচ এলাকা।

এই সমুদ্র-শৈবালকে বলা হয় সুয়েডা। এটা জন্মে মূলত এপ্রিল-মে মাসের দিকে।  গ্রীষ্ম পর্যন্ত থাকে সবুজ।

যখন শরৎকাল আসে পুরো ভূমিরূপ পাল্টে যায়। রূপান্তরিত হয় কমলা রঙে। তারপর আস্তে আস্তে গোলাপি এবং লাল, যা আপনি নিজের চোখে ছবিতে দেখছেন।

বিরল এই লাল বিচ দেখতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বিচের ছোট একটি অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসময়। সেটা আবার বিকেল ৫টা পর্যন্ত।


- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/296715.html#sthash.goNoOal6.dpuf

Navigation

[0] Message Index

Go to full version