Entertainment & Discussions > Story, Article & Poetry
Rabindra Sangeet
(1/1)
khairulsagir:
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া ।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি ।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা ।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিবো একাকী ।
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয় ।
আপনি আজিকে যবে শুধাইছো আসি,
কেমনে প্রকাশি তব কত ভালোবাসি ।।
Navigation
[0] Message Index
Go to full version