Entertainment & Discussions > Football

মনোবিদের শরণাপন্ন ব্রাজিল

(1/1)

Sharifur Rahman:
হঠাৎ করেই স্কলারির আবার মনোবিদের শরণাপন্ন হওয়ার কারণ আছে। চিলির বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর ব্রাজিলের অনেক খেলোয়াড়ই আবেগে কেঁদে ফেলেন। এদের মধ্যে ছিলেন নেইমারও, তবে নেইমার জানান, দলে কারোরই আবেগজনিত বা মানসিক সমস্যা নেই।  ব্রাজিলের কোটি কোটি মানুষের বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন বয়ে বেড়ানো চিয়াগো সিলভা-নেইমারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলতেই স্কলারির এই উদ্যোগ। তবে নেইমার জানান কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে মানসিকভাবেও তারা প্রস্তুত।
"চিলির বিপক্ষে ম্যাচটি সবার জন্য রোমাঞ্চকর ছিল। কিন্তু দলে আবেগজনিত কোনো সমস্যা নেই।"
দলের সবচেয়ে বড় তারকা বলে চাপটা নেইমারের ওপরই বেশি। ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন ২২ বছর বয়সী এই বার্সেলোনা তারকাকে কেন্দ্র করেই আবর্তিত। চারদিকে প্রশ্ন-এটা তার জন্য বোঝা হয়ে যাচ্ছে কিনা। নেইমার বরাবরের মতোই বললেন, তার ওপর কোনো চাপ নেই।
"আমি কোনো বোঝা অনুভব করছি না...আমার সতীর্থরা আমাকে সাহায্য করে। কেউ বল কেড়ে নেয়, কেউ পাস দেয়, কেউ গোল করে। সবাই মিলে আমরা একটি দল।"
এই দলটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আরো একধাপ এগিয়ে যেতে ফরতালেজায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে।

Source, bdnews24.com

Navigation

[0] Message Index

Go to full version