Entertainment & Discussions > Story, Article & Poetry

Did not talk to anyone

(1/1)

imam.hasan:
কেউ কথা রাখেনি
[সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি অবলম্বনে]
কেউ কথা রাখেনি, এগারো বছর কাটল, কেউ কথা রাখেনি
আইসিসি ট্রফি জেতার পর ক্রিকেটাররা দাঁত কেলিয়ে বলেছিল
কিছুদিনের মধ্যেই তারা হেন-তেন করে দেখাবে।
তারপর কত সুবিধা আদায় করল তারা কিন্তু সেই হেন-তেন করা
আর হলো না
এগারো বছর প্রতীক্ষায় আছি।
বিদেশি কোচ অমুক-তমুক বলেছিল, অপেক্ষা করো ভাইয়েরা
তোমাদের আমি টেস্ট দরবারে নিয়ে যাব
সেখানে অস্ট্রেলিয়া, আফ্রিকার প্লেয়াররা জান দিয়ে
খেলা করে!
বিদেশি কোচ, আমরা আর কত অপেক্ষা করব? অপেক্ষায় থেকে মাথা
ঘুরে পড়ে গেলে তারপর কি তুমি বড় দলের বিপক্ষে
টেস্ট জিতে দেখাবে?
একটা বড় ট্রফিও জিততে পারিনি এখনো
বিশ্বকাপ, মিনি বিশ্বকাপ দেখিয়ে দেখিয়ে মাথার ওপর তুলে নেচেছে অস্ট্রেলিয়ানরা
নির্লজ্জের মতন পুরস্কার বিতরণী মঞ্চের পাশে দাঁড়িয়ে দেখেছি
তাদের জয় উৎসব
অবিরল শ্যাম্পেন ধারার মধ্যে ফর্সা অস্ট্রেলীয় ক্যাঙ্গারুরা
কত রকমভাবে দাঁত কেলিয়ে হেসেছে
আমাদের দিকে চেয়েছে তারা করুণার চাহনি।
অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেখবেন, একদিন আমরাও•••
অধিনায়ক এমন ডাক মারে, আমাদের দেখা হয় না সেঞ্চুরি
সেই কার্ডিফ, সেই বগুড়া, সেই টি-২০র জয়
আমাদের কি আর কেউ এনে দেবে না?
হাতের মধ্যে শক্ত করে ব্যাট ধরে ব্যাটসম্যানরা বলেছিল,
যেদিন আমাদের অনেক বেশি সাপোর্ট দেবেন
সেদিন আমাদের ব্যাটেও ছুটবে চার-ছক্কার ফুলঝুরি!
সাপোর্ট দেবার জন্য আমরা কী না করেছি
আকাশে উড়িয়েছি লাল-সবুজ পতাকা
ছোট দলের বিপক্ষে জয়ে বইয়ে দিয়েছি রং আর মিষ্টির বন্যা
তবু কথা রাখেনি ব্যাটসম্যানরা, বল এখনো শুধুই তাদের ব্যাটের কানায় লাগে
এখনো তাদের ব্যাটিং গড় ১৮-১৯!
কেউ কথা রাখেনি, এগারো বছর কাটল, কেউ কথা রাখে না!

fatema_diu:
write more on cricket

Navigation

[0] Message Index

Go to full version