Entertainment & Discussions > Football

Foul top equation in Brazil/ লজ্জাকর সমীকরণে শীর্ষে ব্রাজিল

(1/1)

imam.hasan:
 চলতি বিশ্বকাপ জিততে মরিয়া চার ফুটবল পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং নেদারল্যান্ডস। এই চার সেমিফাইনালিস্টদের নান্দনিক ফুটবলের মাঝে মাঠেই প্রভাব ফেলেছে কয়েকটি সমীকরণ।

ফিফা’র ওয়েব সাইট থেকে প্রাপ্ত এ সমীকরণে দেখা যায় চলতি বিশ্বকাপে পাঁচটি করে ম্যাচ খেলে ১০টি হলুদ কার্ড পেয়ে কোস্টারিকার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে ব্রাজিল।

৯৬টি ফাউল (অবৈধ্য বাধা) করে সাম্বার দেশ ব্রাজিল এক্ষেত্রেও রয়েছে এক নম্বরে। তবে প্রতিপক্ষের দ্বারা স্বাগতিকরা ফাউলের শিকার হয়েছে সবচেয়ে বেশি। সর্বোচ্চ ৯৫ বার তাদের অবৈধ্যভাবে বাধা দেয়া হয়েছে।

অপরদিকে আর্জেন্টিনার খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছে ৫টি। তারা ফাউল করেছে ৫৪ বার এবং ফাউলের শিকার হয়েছে ৮৩ বার।

নেদারল্যান্ডস ফাউল করেছে তৃতীয় সর্বোচ্চ ৯১ বার। ডাচদের অবৈধ্য ভাবে বাধা দেয়া হয়েছে ৫৮ বার। তাদের খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছে ৭ বার।

আরেক সেমিফাইনালিস্ট জার্মানির খেলোয়াড়রা হলুদ কার্ড দেখেছে মাত্র ৪ বার। প্রতিপক্ষকে ফাউল করেছে ৫৭ বার, যেখানে তারা এর শিকার হয়েছে ৭৪ বার।

Navigation

[0] Message Index

Go to full version