Entertainment & Discussions > Story, Article & Poetry

Shahrukh Advance IPL cup of coffee intake!/ আইপিএলের কাপে কফি খাওয়ার বায়না শাহরু

(1/1)

imam.hasan:
একের পর এক ম্যাচ জিতে কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) আইপিএলের ফাইনালে ওঠায় বুড়ো খোকা! শাহরুখের বায়নাক্কার যেন আর শেষ নেই।

এবার বায়না ধরেছেন আইপিএলের কাপ জিতে তাতেই কফি খাওয়ার!

শুনতে আজব হলেও, টুইটারে সম্প্রতি এমনভাবেই নিজের বাসনা প্রকাশ করলেন কিংখান।

টুইটারে লিখেছেন,‘আগামীকাল বাঙ্গালুরু, আমি সেখানে বেড়ে উঠেছি। বাচ্চাদের তাদের দাদা-দাদীর থাকার জায়গা দেখাবো। এবং যদি আল্লাহ চান তবে আইপিএলের কাপে এক কাপ কফি!’

অদ্ভূতুরে এমন বায়না বাস্তব হবে কি না সেটা জানা না সম্ভব না হলেও আর মাত্র কয়েক ঘণ্টা পরই যে আইপিএলের সোনার হরিণ (পড়ুন কাপ) শাহরুখের হাতে উঠতে পারে তার সম্ভাবনা কিন্তু ফিফটি-ফিফটি।

পথে বাধা জারার(বীর-জারার প্রীতি জিনতা) কিংস ইলেভেন পাঞ্জাব।

কয়েক ঘণ্টা পর বেঙ্গালুরুর ‍চিন্নাস্বামীর ফ্লাডলাইট আলোকিত ঘাসের গালিচায় যেন আরেকবার মঞ্চস্থ হবে বীর-জারার ট্রাজেডি। একজন হাসবেন, একজন কাঁদবেন।

শেষ হাসি কার, বীর-না জারার, তার মীমাংসা আর মাত্র কয়েক ঘণ্টা পরই।

তবে শাহরুখের মনোবাসনা যেন পূর্ণ হয় তার জন্য  এখনই প্রার্থনায় ‘ওপার-ওপার’ আর ‘সাত সমুদ্র পার’ মিলিয়ে কোটি কোটি কেকেআর ভক্তের। আর সাকিবের জন্য স্পেশাল শুভ কামনা তো থাকবেই।

Navigation

[0] Message Index

Go to full version