General Category > Common Forum

PHONE BACKUP-free...!!

(1/1)

BRE SALAM SONY:
কিছুদিন আগে যখন গ্রামীনফোন তাদের ফোন ব্যাকআপ সার্ভিস নিয়ে এল তখন সেই সার্ভি টি এক্টিভ করতে আমাকে অনেক ঝামেল পোহাতে হয়েছিল


গ্রামীন ফোন তার ফোনব্যাকআপ এর জন্য প্রতি মাসে ভ্যাট সহ ৩৮ টাকা নিয়ে থাকে। কোন মাসিক ফি ছাড়াই যে কোন অপারেটর এর ইন্টারনেট ব্যাবহার করে এই ফোন ব্যাকআপ সার্ভিস টি ব্যাবহার করাযায়।শুধু ইন্টারনেট ব্যাবহার উপযোগী হেন্ড সেট হলেই চলবে। সার্ভিস টি এক্টিভ করে আপনার দরকারী ফোন নাম্বার, এস, এম, এস, এম,এম, এস, নোটস, টাস্ক গুলো নিরাপদে সংরক্ষন করতে পারবেন।প্রয়োজনে আপনি পিসি থেকে সেগুলো এডিট ও করতে পারবেন।শেয়ার করতে পারবেন অন্যদের সাথে।আর এসবকিছু পাবেন একদম FREE...!!!
সার্ভি টি ব্যাবহার করতে আপনাকে যেতে হবে www.zyb.com-এ। সাইন আপ ফর্ম ফিলআপ করার সময় আপনাকে আপনার ব্যাবহৃত ফোন নাম্বার ও সেট এর মডেল এন্ট্রি করতে হবে।তার পর +৪৪৭৮০০১২৬৫৮৮ নাম্বার থেকে আপনার দেয়া ফোন নাম্বার এ একটি মেসেজ দেয়া হবে। মোসেজ টি ১২৩৪ পিন দিয়ে সেভ করে নিন। তার পর আপনার হেন্ড সেট এর connectivity option থেকে sync এ যান।সেখানে ZYB নামের একটি আইকন পাবেন। আইকনে প্রবেশ করে আপনার ফোনটাকে সিনক্রোনাইজ করুন।অল্প সময়ের মধ্যেই আপনার মোবাইল এর সকল কন্টাক্ট এবং এস,এম, এস গুলো আপনার উয়েব একাউন্টে আপলোট হয়ে যাবে।
সার্ভিস টি প্রায় গ্রামীন ফোনের ফোন ব্যাকাপ সার্ভি এর মতো।খুবি সহজে ব্যাবহার করাযায়।
সাইন আপ এর জন্য এখানে ক্লিক করুন।

Navigation

[0] Message Index

Go to full version