ওয়েস্ট ইন্ডিজ সফর সূচি ঘোষনা করেছে বিসিবি

Author Topic: ওয়েস্ট ইন্ডিজ সফর সূচি ঘোষনা করেছে বিসিবি  (Read 862 times)

Offline Sharifur Rahman

  • Full Member
  • ***
  • Posts: 150
    • View Profile
আগামী ১৩ আগস্ট ক্যারিবিয় দ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে সাকিববিহীন বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিক-মাশরাফি-নাসিররা এক মাসের বেশি সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
২০, ২২, ও ২৫ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে দু’দল। ২৭ আগস্ট খেলবে একমাত্র টি-টোয়েন্টি। সর্বশেষ ৫-৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট ও ১৩-১৭ সেপ্টেম্বর হবে দ্বিতীয় টেস্ট।

ড্যারেন স্যামিদের সঙ্গে সিরিজ উপলক্ষে প্রায় দেড় মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নবীন ও অভিজ্ঞ সকল ক্রিকেটার।

অনুশীলন নিয়ে নানা জটলা পাকিয়ে দল থেকে বহিষ্কৃত হয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কোচের সঙ্গে খারাপ ব্যবহার ও বিসিবি’র নিয়ম অমান্য করায় দেশে ছয় মাস ও দেশের বাইরে ১৮ মাস সকল প্রকার ক্রিকেট থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০তে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজরা। ওয়ানডেতেও ৩-০তে সিরিজ নিজেদের করে নেয় তারা। ২০১১ সালে বাংলাদেশে ১-০তে সিরিজ জিতে ক্যারিবিয়রা। ২০১২ সালে ২-০তে সিরিজ হারে টাইগাররা।

এ বছর শুরু থেকে এখন পর্যন্ত খারাপ সময় পার করছে বাংলাদেশ। তাই বিসিবি’র নির্বাচকরা অনুশীলনের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।

Md. Sharifur Rahman
Administrative Officer
(Office of the Controller of Examinations)
Phone: 9138234-5, Ext: 284, 131
Mobile: 01811458899
E-mail: sharif@daffodilvarsity.edu.bd

Offline jas_fluidm

  • Faculty
  • Sr. Member
  • *
  • Posts: 291
    • View Profile