Entertainment & Discussions > Sports Zone

বিশ্বকাপের টুকিটাকি

(1/1)

kwnafi:

শেষ হলো ব্রাজিল বিশ্বকাপ। পরিসংখ্যানের বইয়ে লিখে রাখার মতো অনেক ঘটনাও উপহার দিল সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা আসরটি।
Print Friendly and PDF
0
 


0
 

8
 


Related Stories

    বিশ্বকাপের স্মরণীয় ১০ মুহূর্ত

    2014-07-15 14:43:48.0

# এবার গোল হয়েছে ১৭১টি, যা ১৯৯৮ বিশ্বকাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। 

# রেকর্ড অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌছায় জার্মানি।

# এবার ১৮টি গোল করেছে জার্মানি, যা ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের করা গোলের সমান।

# টুর্নামেন্টে মাত্র ৭ মিনিট পিছিয়ে ছিল আর্জেন্টিনা।

# ব্রাজিলের রোনালদোকে (১৫) পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬)।

# এই প্রথম কোনো আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠে কনকাকাফ অঞ্চলের তিনটি দল।

# এই প্রথম কোনো আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠে আফ্রিকার দুটি দল।

# টুর্নামেন্টে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় আট গ্রুপ সেরা।

# বিশ্বকাপে সর্বনিম্ন পয়েন্ট পেল ইংল্যান্ড (১)। ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড।

# এবার নিয়ে শেষ চার আসরের তিনটির চ্যাম্পিয়ন পরের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। (২০০২ ফ্রান্স, ইতালি ২০১০, স্পেন ২০১৪)

# বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ১৫টি সেভ করে রেকর্ড গড়েন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ড।

# আগের যে কোনো আসর থেকে এবার বদলি খেলোয়াড়রা সবচেয়ে বেশি ৩২টি গোল করেন।

# নেদারল্যান্ডসের পাঁচটি জয়ের তিনটিই এসেছে পিছিয়ে থেকে।

# ইতালি এ নিয়ে চারবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এর আগে ১৯৬২, ১৯৬৬ ও ২০১০ আসরে বিদায় নেয় তারা।

# লাতিন আমেরিকায় ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব জার্মানির।

# এ নিয়ে টানা তিনটি শিরোপা জিতল ইউরোপের দেশ।

# সেমি-ফাইনালে সবচেয়ে বড় জয় পেয়েছে জার্মানি। ব্রাজিলকে ৭-১ গোলে হারায় তারা। সেমি-ফাইনালে কোনো দলের ৭ গোলের কৃতিত্ব এই প্রথম। বিশ্বকাপের আয়োজক দেশের এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার।

# ব্রাজিলকে (২২১) পেছনে ফেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২২৪টি গোল করার কৃতিত্ব জার্মানির। ব্রাজিলকে বিধ্বস্ত করা ম্যাচেই তাদের ছাড়িয়ে যায় জার্মানি।

# বিশ্বকাপে সবচেয়ে বয়সে খেলার রেকর্ড কলম্বিয়ার ফারিদ মোনদ্রাওনের। কোত দি ভোয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার সময় এই গোলরক্ষকের বয়স ছিল ৪৩ বছর ৩ দিন।

# এবারের আসরে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় লুক শ। কোস্টা রিকার বিপক্ষে মাঠ নামার সময়ে তার বয়স ১৮ বছর ৩৪৮ দিন।

# এই বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে মাত্র তিনটি গোল হয়েছে।

# এবারের চেয়ে বেশি আত্মঘাতী (৫) গোল হয়েছে কেবল ১৯৯৮ বিশ্বকাপে (৬)।

# ১৯৮২ সাল থেকে ব্রাজিল প্রতিবার নিজেদের গ্রুপের সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়।

# নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের ৪ গোলের ব্যবধানে হার শিরোপাধারী দলের সবচেয়ে বড় পরাজয়।

# কেবল বাঁ পা দিয়েই হ্যাটট্রিক করেন জেদরান শাচিরি। ১৯৬৬ থেকে ২০১৪ পর্যন্ত এটাই বা পায়ে করা একমাত্র হ্যাটট্রিক।

# ২০০৮ ও ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জেতার পথে সব মিলিয়ে মাত্র ৬ গোল হজম করেছিল স্পেন। আর এবার প্রথম রাউন্ডেই নিজেদের জাল থেকে ৭ বার কুড়িয়ে আনতে হয় তাদের।

# এবারের আসরের শততম গোলটি করেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।

# নেদারল্যান্ডস বিশ্বকাপে শেষ আসরের তিনটাতেই সেমি-ফাইনালে পৌঁছায়।

# এবারের আসরে কোস্টা রিকার কেইলর নাভাস ২৩ শটের ২১টি ফেরান।

# বিশ্বকাপে মাত্র ১৩ ম্যাচ খেলে টমাস মুলারের গোল ১০টি আর গোলে অবদান ছয়টি।

# ৭-১ ব্যবধানে হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় (উরুগুয়ের সঙ্গে ৬-০ ব্যবধানে হেরেছিল ১৯২০ সালে)।

# ব্রাজিলের জালে জড়ানো ১৪ গোলের নয়টিই এসেছে তাদের খেলার প্রথম ৩০ মিনিটে।

# সেমি-ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের গোলে নেয়া ১৪ শটের ১০টিই জাল খুঁজে পায়।

# বিশ্বকাপের ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে প্রথম গোল করার কৃতিত্ব মাটিও গোটসের। শিরোপা লড়াইয়ে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও গড়েন তিনি।

Navigation

[0] Message Index

Go to full version