Entertainment & Discussions > Sports Zone
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত
(1/1)
kwnafi:
বাংলাদেশে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ অক্টোবর আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Print Friendly and PDF
0
0
692
তিনটি টেস্টের প্রথম দুটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ২৬ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি শুরু হবে ৩ নভেম্বর। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ১১ নভেম্বর।
পাঁচটি ওয়ানডের মধ্যে প্রথম তিনটি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ দুটি একদিনের ম্যাচ।
টেস্ট সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচটি খেলবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
প্রায় দেড় মাসের সফর শেষে জিম্বাবুয়ে দল ঢাকা ছাড়বে আগামী ২৯ নভেম্বর।
প্রায় ১০ বছর পর পূর্ণাঙ্গ সফরে আসছে জিম্বাবুয়ে। ২০০৫ সালের জানুয়ারিতে সর্বশেষ সফরে এসেছিল দলটি। সেবারই প্রথমবারের টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশে এটি হবে জিম্বাবুয়ের সপ্তম ওয়ানডে সিরিজ। ২০০১ সালে নভেম্বরে প্রথম সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পর শেষ পাঁচটি সিরিজে স্বাগতিকদের কাছে হেরেছে দলটি।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:
২৬-৩০ অক্টোবর, প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩-৭ নভেম্বর, দ্বিতীয় টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ নভেম্বর, তৃতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৯ নভেম্বর, প্রথম ওয়ানডে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২১ নভেম্বর, দ্বিতীয় ওয়ানডে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৩ নভেম্বর, তৃতীয় ওয়ানডে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৬ নভেম্বর, চতুর্থ ওয়ানডে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮ নভেম্বর, পঞ্চম ওয়ানডে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
Navigation
[0] Message Index
Go to full version