Entertainment & Discussions > Jokes
Family Jokes
(1/1)
kwnafi:
সন্দেহবাতিক স্বামী .....
স্বামীঃ “হ্যালো, তুমি কই?”
স্ত্রীঃ “বাসায়”
স্বামীঃ “ঠিক তো?”
স্ত্রীঃ “হ্যাঁ!!!”
স্বামীঃ “ব্লেন্ডার অন করো”
স্ত্রীঃ (ব্লেন্ডার অন করল) ভরররররররর
স্বামীঃ “ওকে ডার্লিং, লাভ ইউ”
আরেকদিন
স্বামীঃ “হ্যালো, তুমি কই?”
স্ত্রীঃ “বাসায় জানু”
স্বামীঃ “ঠিক তো?”
স্ত্রীঃ “হ্যাঁ!!! ঠিক”
স্বামীঃ “ব্লেন্ডার অন করো”
স্ত্রীঃ (ব্লেন্ডার অন করল) ভরররররররর
স্বামীঃ “ওকে জানু, লাভ ইউ”
এর পরেরদিন স্বামী হটাৎ করে না জানিয়ে বাসায় আসলো
এসে দেখে বাসায় শুধু বুয়া
সে বুয়াকে জিজ্ঞেস করল “তোমার মাডাম কোথায়??”
বুয়া জবাব দিল “আমি জানি না। উনি ব্লেন্ডার নিয়ে বাইরে গেছে”
Israk Zahan Papia:
Haha
Navigation
[0] Message Index
Go to full version