Entertainment & Discussions > Jokes

Alif Layla

(1/2) > >>

kwnafi:
আমার এস.এস.সি পরীক্ষার কিছুদিন আগের ঘটনা।

তখন বি.টি.ভি তে আলিফ লায়লা হত; সন্ধাবেলা। তো একদিন হইছে কি, সন্ধ্যাবেলা পড়তেছিলাম বাবার পাহারায়; আর তখন পাশের রুমের টি.ভি তে আলিফ লায়লা হচ্ছিল।

মনকে কিছুতেই মানাতে পারছিলাম না। বার বার মনে হচ্ছিল কখন গিয়ে আলিফ লায়লা দেখবো।

তো অনেক সাহস করে পড়া থেকে উঠে বাবার সামনে দিয়ে টি.ভি র রুমে যাচ্ছিলাম.......

বাবা: কোথায় যাও???
আমি: জি, টি.ভি র রুমে। আলিফ লায়লা দেখবো।
বাবা: আচ্ছা বলো,,,আলিফ লায়লা না দেখলে তুমি মরে যাবা?
আমি: না তো।
বাবা: তাহলে পড়তে যাও। আলিফ লায়লা দেখা লাগবে না।

....কিছুক্ষণ পর.

আমি: আচ্ছা, আমি আলিফ লায়লা দেখতে গেলে তুমি মরে যাবা??
বাবা: না। কেনো?
আমি: তাহলে আমি আলিফ লায়লা দেখতে যাচ্ছি।

taslima:
hahahaha.......
nice

Mosammat Arifa Akter:
Really funny...

shirin.ns:
very funny........


Shirin Sultana
Lecturer (Mathematics)
Dept. of Natural Sciences
Daffodil International university

Talukdar Rasel Mahmud:
Hahaha....you have huge humor indeed...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version