Entertainment & Discussions > Travel / Visit / Tour
ঈদ উপলক্ষে বাসা-বাড়িতে বাড়তি সতর্কতা
(1/1)
mubassir:
ঈদকে সামনে রেখে বাড়িতে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। যেমনঃ
* দিনে বা রাতে কখনোই বাড়িটি নির্জন করে রাখবেন না।
তালাবদ্ধ বাড়িতে যেকোনো সময় বড় ধরনের চুরি, ডাকাতি হতে পারে। তালা ভেঙে দুস্কৃতিকারী বাড়িতে প্রবেশ করে নিমিষেই মালামাল নিয়ে চম্পট দিতে পারে।
এতে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এবং পরিবারের ঈদ আনন্দ নষ্ট হবে।
* ঢাকা ছেড়ে গ্রামের বাড়ী যাবার সময় ভালো করে দেখে নিন, তালা ভালো মত লাগানো হয়েছে কিনা ।
* মূল্যবান জিনিসপত্র বিভিন্ন ড্রয়ারে ভালো করে রেখে দিন এবং মনে রাখুন ।
* বাসা বাড়িতে ঈদ উপলক্ষে নতুন করে কাজের বুয়া নেবেন না। অপরিচিত কাজের বুয়া বাসা বাড়িতে ঢুকে প্রতারণা করতে পারে।
* ঈদেও আগে অপরিচিত ওঝা, কবিরাজ, ঝাড় ফুঁ দিয়ে আপনার মঙ্গল করে দেবে, এমন লোকদের থেকে দূরে থাকুন। কোন প্রতারক আপনার বাসায় ঢুকে যেকোনো অজুহাতে আপনাকে প্রতারণায় ফেলতে পারে, এসব থেকে সাবধানে থাকাই ভালো।
* যেসব পরিবারে স্বামী ও স্ত্রী দু’জনই কর্মস্থলে যান, তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন জরুরী। কে কোথায় ওঁতপেতে আছে, তাতো বলা যায় না। কারণ, ঈদ উপলক্ষে নানান ঈদ উপলক্ষে নানান ধরনের ফন্দি ফিকির হচ্ছে। চোর, ছিনতাইকারী, প্রতারকের হাত থেকে বাঁচতে অতিরিক্ত সাবধানতা জরুরী।
Navigation
[0] Message Index
Go to full version