Religion & Belief (Alor Pothay) > Ramadan and Fasting
কোন দেশে রোজা কয় ঘণ্টা.../ How many hours in a fast ...
(1/1)
imam.hasan:
রহমত ও বরকতের আশায় পবিত্র রমজান মাসে রোজা রাখছেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান। রোজা ফারসি শব্দ, এর আরবি হচ্ছে সওম, যার মানে বিরত থাকা।
আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিকের প্রারম্ভ হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম সওম।
এদিকে, সবাই রোজা রাখলেও কোনো দেশে বেশি সময় আবার কোনো দেশে কম সময় রোজা ব্রত পালন করতে হয় সূর্যের সঙ্গে সময় মিলিয়ে। এতে বিস্তর পার্থক্য দেখা গেছে রোজার সময়ের।
যেমন, এবার সবচেয়ে বেশি সময় রোজা থাকতে হচ্ছে আইসল্যান্ডে ২১.৫৭ ঘণ্টা, আর সবচেয়ে কম সময় রোজা থাকতে হচ্ছে সিডনি, অস্ট্রেলিয়ায় ৯.৫৬ ঘণ্টা।
আবার সৌদি আরবে রোজা ১৪.৫৩ ঘণ্টা, বাংলাদেশে ১৫.০৩ ঘণ্টা।
ইংরেজি অনলাইন হাফিংটনপোস্টের প্রকাশ করা নিচের চিত্রে দেখা যাক আরও কিছু দেশের রোজার সময়... - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/303554.html#sthash.5mJeEjx4.dpuf
Mishkatul Tamanna:
২১.৫৭ ঘণ্টা :o
Navigation
[0] Message Index
Go to full version