Faculty of Science and Information Technology > Science and Information

Droplets of water to charge mobile phone!

(1/1)

khairulsagir:
আপনার মুঠোফোন বা ল্যাপটপটির জন্য প্রয়োজনীয় বিদ্যুতের জোগান যদি বাতাসের আর্দ্রতা থেকেই পাওয়া যায়, তবে কেমন হয়? মনে হতে পারে, এটা আকাশকুসুম কোনো কল্পনা। তবে সেই কল্পনা শিগগিরই বাস্তব হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর কল্যাণে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির (এমআইটি) ওই বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনো বস্তুর পৃষ্ঠদেশ থেকে সজোরে প্রক্ষিপ্ত হওয়া পানির ফোঁটা থেকেই বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এই বিদ্যুৎ দিয়ে চলবে স্মার্টফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র। একই গবেষকেরা গত বছর আবিষ্কার করেছিলেন সুপারহাইড্রোফোবিক পৃষ্ঠদেশ থেকে একাধারে যখন পড়তে থাকা পানির ফোঁটা পড়তে থাকে, তখন সেগুলো বৈদ্যুতিক চার্জ লাভ করে। ওই প্রক্রিয়া থেকেই স্বল্প পরিসরে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব বলে এখন তাঁরা মনে করছেন। প্রাথমিক পরীক্ষায় যে পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করা গেছে, তা একেবারেই সীমিত। তবে পরিমাণটা বাড়ানো সম্ভব।


পিটিআই

mahmud_eee:
Thanks for sharing .....

Navigation

[0] Message Index

Go to full version