তুলে নেওয়া হল ধোনির গ্রেফতারি পরোয়ানা

Author Topic: তুলে নেওয়া হল ধোনির গ্রেফতারি পরোয়ানা  (Read 1371 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তুলে নিয়েছে স্থানীয় আদালত। এর আগে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।

ধোনির আইনজীবী পঙ্কজ ভাগলা ও বিষ্ণুবর্ধণ আদালতের বিচারক বিজয়কুমারের কাছে ওকালতনামা জমা দেন। এরপরই ধোনির বিরুদ্ধে পরোয়ানা তুলে নেন বিচারক। ২৫ জুলাই এই বিষয়ে আদালত তার চূড়ান্ত রায় জানাবে ।

গত বছরের জুন মাসে ধোনির বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ এনেছিলেন হিন্দু গোষ্ঠীর সদস্য গোপাল রাও ও শ্যাম সুন্দর।

তাদের অভিযোগ ছিল একটি বিজনেস ম্যাগাজিনের কভার পেজে হিন্দু দেবতার আদলে ধোনির তোলা ছবিতে তার হাতে একটি জুতো ধরা ছিল। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308160.html#sthash.p1ILGOM9.dpuf
Md Al Faruk
Assistant Professor, Pharmacy