Entertainment & Discussions > Sports Zone
নতুন প্রতিশ্রুতি মেসিদের
(1/1)
maruppharm:
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পরও আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানিয়েছেন অগনিত ভক্ত সমর্থক। তাই তাদের ধন্যবাদ জানাতেও ভুল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে একটি লেখা পোস্ট করেছেন।
মেসি তার ফেসবুকে লিখেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের বিশ্বকাপ শেষ পর্যন্ত সমর্থন দিয়ে গেছেন। এটা দেখতে ভাল লাগছে যে, পুরো দেশ আমাদের নিয়ে এখনও উৎফুল্ল। এখন আমরা নতুনভাবে এবং আরো চ্যালেঞ্জ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
সমর্থকদের ভালবাসা এবং সমর্থন চেয়ে মেসি আরো লিখেছেন, ‘সমর্থকদের প্রতি একই রকম প্রতিশ্রুতি থাকল আমাদের পক্ষ থেকে। সকলকে অনেক বেশি ধন্যবাদ।’
মেসি তার অ্যাকাউন্টে ইজিকুইল লাভেজ্জি, ডি মারিয়া এবং জাভিয়ের মাসচেরানোসহ বসে থাকা একটি ছবিও পোস্ট করেছেন।
পরের মৌসুমে আর্জেন্টিনা কোপা আমেরিকায় খেলতে নামবে। সেখানে ভাল খেলার প্রত্যয় নিয়ে নতুন করে আবার শুরু করতে চাইছে আর্জেন্টিনা। হয়তো সমর্থকদের কিছুটা হলেও ভুলিয়ে দিতে চাইবে বিশ্বকাপের কষ্টগুলো।
Navigation
[0] Message Index
Go to full version