Entertainment & Discussions > Sports Zone
ইসরাইলে উয়েফার কোন ম্যাচ হবে না
(1/1)
maruppharm:
ইউরোপীয়ান ফুটবল গভর্নিং বডি (উয়েফা) নিরাপত্তার অভাবে ইসরাইলে চ্যাম্পিয়ন্স লীগ অথবা ইউরোপা লীগের সকল খেলা স্থগিত ঘোষণা করেছে।
উয়েফার দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উয়েফার ইমার্জেন্সি প্যানেল এক বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরবর্তী ঘোষণা দেওয়া না পর্যন্ত ইসরাইলে উয়েফার কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এরফলে ইসরাইল কর্তৃপক্ষকে তাদের দেশের ক্লাবগুলোর ২০১৪-১৫ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স এবং উয়েফা ইউরোপা লিগের খেলা বিকল্প কোন ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।’
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308254.html#sthash.wWhsMB8l.dpuf
Navigation
[0] Message Index
Go to full version