Entertainment & Discussions > Sports Zone
গুগল সার্চে মেসি, রোনালদো শীর্ষে
(1/1)
maruppharm:
বিশ্বকাপ জেতাতে পারেননি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ‘ওয়ান ম্যান শো’ খ্যাত পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দেশের জন্য কিছু করতে পারেন নি। তারপরও এ দু’তারকা হয়েছেন বিশ্বের সেরা সন্ধানী ফুটবলার।
গুগলের সার্চ ইঞ্জিনে মেসি এবং রোনালদোকে বিশ্বকাপ চলাকালীন সময়ে বিশ্ববাসী খুঁজেছেন হন্য হয়ে। গুগল থেকে এমনই সংবাদ প্রকাশ করা হয়েছে।
গুগল থেকে জানানো হয়, ‘বিশ্বকাপ ফুটবলে মেসি এবং রোনালদো তাদের ভক্ত সমর্থকদের চাহিদা মেটাতে পারে নি। কিন্তু তাদের সন্ধান পেতে কোটি কোটি মানুষ দ্বারস্ত হয়েছে গুগলের।’
প্রায় ২.১ বিলিয়নের বেশি মানুষ বিশ্বকাপ খেলা দেখেছেন গুগলের মাধ্যমে। সেখানে তারা বেশির ভাগ সন্ধান চেয়েছেন মেসি এবং রোনালদোর। এরপর খুঁজেছেন আমিরিকান গোলরক্ষক টিম হাওয়ার্ডকে। যিনি ১৫টি গোল একাই রুখে দিয়েছেন।
ফুটবল ভক্তরা ব্রাজিলের তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ এবং থিয়েগো সিলভাকে অন্যসব আসরের থেকে বেশি খুঁজেছেন। এছাড়া জার্মানের শামি খেদিরা এবং ইতালিয়ান আন্দ্রে পিরলোকে খুঁজতে কোটি কোটি মানুষ গুগলের সাহায্য নিয়েছেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308268.html#sthash.dvjIheu9.dpuf
monirulenam:
Thank you
Navigation
[0] Message Index
Go to full version