স্ত্রী চিংড়ি বেশি আগ্রাসী

Author Topic: স্ত্রী চিংড়ি বেশি আগ্রাসী  (Read 1241 times)

Offline maruppharm

  • Hero Member
  • *****
  • Posts: 1227
  • Test
    • View Profile
তীক্ষ্ণ দাঁড়াওয়ালা পুরুষ চিংড়ি স্ত্রী চিংড়ির চেয়ে বেশি আগ্রাসী বলেই ধারণা ছিল বিজ্ঞানীদের। কারণ, পিস্তল চিংড়ি নামে পরিচিত এ-গোত্রীয় পুরুষ চিংড়ির দাঁড়া স্ত্রী চিংড়ির তুলনায় বেশ বড় হয়ে থাকে। তবে বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। নতুন একটি গবেষণায় দেখা গেছে, দাঁড়া ছোট হওয়া সত্ত্বেও স্ত্রী চিংড়ির আচরণ পুরুষ চিংড়ির আচরণের চেয়ে বেশি আগ্রাসী। স্ত্রী চিংড়িগুলো শিকারি বা প্রতিপক্ষকে ঘায়েল করতে তাদের দাঁড়া অধিকতর বেশি ব্যবহার করে থাকে। এমনকি মাত্র একবার সরাসরি আঘাত করে তারা শত্রুকে হত্যা করতেও সক্ষম। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এ গবেষণা চালিয়েছেন। গবেষণায় প্রাপ্ত ফল বিজ্ঞানবিষয়ক সাময়িকী ইথোলোজিতে প্রকাশিত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দেন সাউথ ক্যালিফোর্নিয়ার কলেজ অব চার্লসটনের গবেষক মেলিসা হিউজেস। বিবিসি।
Md Al Faruk
Assistant Professor, Pharmacy